হজ পালনে সৌদি সরকারের নতুন ৪ শর্ত
“হজ্জ;যেটি সমগ্র মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নেয়ামত এবং সম্পদ । এটা কোন দেশের সীমারেখাতে সীমাবদ্ধ নয়। যেহেতু আধুনিক রাজনৈতিক পৃথিবী; রাষ্ট্রের অপ্রতুল ধারণার অন্তর্ভুক্ত। তাই কোন রাষ্ট্রের মধ্যেই সার্বিক সম্পদ , অধিকার ও নেয়ামতগুলোকে কেন্দ্রীভূত করে ফেলা হয় । সেই সুবাদে সৌদি আরব হজ্জের মত একটি সার্বজনীন এবাদতকে তাদের ব্যবসার পুঁজিতে রূপান্তরিত করেছে। যার ফলে, তাদের স্বার্থে তারা মানুষের উপর চাপিয়ে দেওয়া অর্থনৈতিক দিকসহ সকল কিছুকে নিয়ন্ত্রণ করে থাকে। এবং সময় সময় বিভিন্ন নিয়মের আওতায় সারা পৃথিবীর মুসলমানদেরকে বেঁধে দেয়।“
এবার পবিত্র হজ পালনে চারটি শর্ত দিয়েছে সৌদি আরব। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দেশটি। সোমবার (২০ ফেব্রুয়ারি) শর্তগুলো প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি আরবের দেওয়া শর্তগুলো-
১. করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে।
২. যারা হজ করেননি এবারের হজে তাদের অগ্রাধিকার দেওয়া।
৩. হজে পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর।
৪. হজযাত্রীর কোনো বড় দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
চলতি বছর (২০২৩ সাল) সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হয়েছে ৮ ফেব্রুয়ারি। নিবন্ধন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।
1 Comment