ইউক্রেনে রুশ বাহিনীর অপরাধের তালিকা করেছে যুক্তরাষ্ট্র: কমলা হ্যারিস
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী যেসব মানবতাবিরোধী অপরাধ করছে, তার তালিকা করেছে যুক্তরাষ্ট্র।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বছর পূর্তি হওয়ার পূর্ব মুহূর্তে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে কমলা হ্যারিস এ মন্তব্য করেন।
কমলা হ্যারিস বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার প্রমাণগুলো পরীক্ষা করেছি। এতে কোনো সন্দেহ নেই যে এটা মানবতাবিরোধী অপরাধ। কারণ ইউক্রেনের বেসামরিক জনগণের ওপর পদ্ধতিগত হামলা চালাচ্ছে রাশিয়ার সেনারা। এসব অপরাধ যারা করছে ও তাদের ঊর্ধ্বতনদের যারা এই অপরাধে জড়িত, তাদের জবাবদিহি করতে হবে।
রাশিয়ান সেনারা ইউক্রেনে যুদ্ধাপরাধ করছে বলে গত মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বাইডেন প্রশাসন বলেছে, অপরাধীদের বিচার করতে তারা অন্যদের সঙ্গে কাজ করবে।
কমলা; ইউক্রেনে রাশিয়ার বাহিনী পরিচালিত অপরাধগুলোর একটি তালিকা করেছেন। এ তালিকায় আছে হত্যা, নির্যাতন, ধর্ষণ, নির্বাসন, মৃত্যুদণ্ড, মারধর ও বৈদ্যুতিক আঘাত দেওয়া।
ভাইস প্রেসিডেন্ট তার বক্তব্যে রাশিয়ার এমন হামলাকে ‘বর্বর ও অমানবিক’ বলে উল্লেখ করেছেন। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ মার্চ মারিউপোলের প্রসূতি হাসপাতালে বোমা হামলা করেছিল রাশিয়া। সেখানে শিশুসহ তিনজন নিহত হয়। এ ছাড়া একজন রাশিয়ান সৈন্য চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন করছেন বলেও প্রমাণ রয়েছে।
২৪ ফেব্রুয়ারি’২২ ইউক্রেনে হামলা করে রাশিয়া। ইউক্রেন প্রকাশিত তথ্য বলছে, ওই অভিযান শুরুর প্রথম সপ্তাহ থেকে শুরু করে গত জানুয়ারি পর্যন্ত দিনে যে–সংখ্যক রুশ সেনা মারা গেছেন, তার তুলনায় চলতি মাসে অনেক বেশি সেনা মারা যাচ্ছেন। এ মাসে প্রতিদিন গড়ে ৮২৪ জন করে রুশ সেনা নিহত হচ্ছেন।