November 24, 2024
ভূমিকম্পের প্রায় ১১ দিন পর জীবিত উদ্ধারঃ সত্যিই অলৌকিক

ভূমিকম্পের প্রায় ১১ দিন পর জীবিত উদ্ধারঃ সত্যিই অলৌকিক

ভূমিকম্পের প্রায় ১১ দিন পর জীবিত উদ্ধারঃ সত্যিই অলৌকিক

ভূমিকম্পের প্রায় ১১ দিন পর জীবিত উদ্ধারঃ সত্যিই অলৌকিক

তুরস্কে ভূমিকম্প আঘাত হানার ১০ দিন ২০ ঘণ্টা পরে জীবিত উদ্ধার করা হয়েছে ১২ বছর বয়সের এক শিশুসহ তিনজনকে।

তুর্কি সংবাদমাধ্যম গুলোর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প আঘাত হানার প্রায় ১১ দিন পর ১২ বছর বয়সী বালক ওসমান হালেবিয়ে, ২৬ বছর বয়সী যুবক মেহমেত আলী সাকিরোগলু এবং ৩৪ বছর বয়সী মুস্তাফা আভসিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

এদিন ওসমানকে উদ্ধার করা হয় তুরস্কের হাতায় প্রদেশের আন্তাকিয়া শহরে ধসে পড়া একটি ভবনের নিচ থেকে। সে বিদেশি নাগরিক বলে জানা গেছে। তবে তার জাতীয়তা নিশ্চিত করা হয়নি।

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা স্থানীয় একটি হাসপাতালে ছেলেটিকে দেখতে গিয়েছিলেন।

এদিন মেহমেত আলী এবং মুস্তাফা আভসি নামে দুই যুবককেও একই শহরের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের উদ্ধারের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান আনন্দিত স্বজনরা। সেখানে দুজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published.

X