November 22, 2024
ভূমিকম্পের ১১ দিনের মাথায় এক কিশোরীকে জীবিত উদ্ধারের দাবিঃ মহান রবের অপার মহিমা

ভূমিকম্পের ১১ দিনের মাথায় এক কিশোরীকে জীবিত উদ্ধারের দাবিঃ মহান রবের অপার মহিমা

ভূমিকম্পের ১১ দিনের মাথায় এক কিশোরীকে জীবিত উদ্ধারের দাবিঃ মহান রবের অপার মহিমা

ভূমিকম্পের ১১ দিনের মাথায় এক কিশোরীকে জীবিত উদ্ধারের দাবিঃ মহান রবের অপার মহিমা

“সারা পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয় ভাঙ্গা কান্নার মাঝেও যখন কোন একটি মানবকে জীবিত উদ্ধার করা যায়; তখন আনন্দ অশ্রুতে প্রকম্পিত হয়ে উঠে তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প বিধ্বস্ত গোটা অঞ্চলসহ তামাম দুনিয়া। “

তুরস্কে ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কিশোরীর নাম আলেয়েনা ওলমেজ।

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটির খবরে বলা হয়েছে, তুরস্কের কাহরামানমারাসে এই ঘটনা ঘটে। উদ্ধারের সঙ্গে সঙ্গে আলেয়েনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্য হ্যাসার অ্যাটলাস বলেন, তারা দীর্ঘ এবং ক্লান্তিকর প্রচেষ্টার পর আলেয়েনার কাছে পৌঁছান।

অ্যাটলাস বলেন, ‘প্রথমে আমরা তার হাত ধরি, তারপর আমরা তাকে টেনে তুলি। সে খুব ভালো অবস্থায় আছে এবং যোগাযোগ করতে পারছে। তার স্বাস্থ্য সম্পর্কে ভালো খবর মিলবে এই বিশ্বাসের কথা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

X