November 21, 2024
মোবাইল ফোন ব্যবহারে পুরুষদের চেয়ে এগিয়ে নারীরা

মোবাইল ফোন ব্যবহারে পুরুষদের চেয়ে এগিয়ে নারীরা

মোবাইল ফোন ব্যবহারে পুরুষদের চেয়ে এগিয়ে নারীরা

মোবাইল ফোন ব্যবহারে পুরুষদের চেয়ে এগিয়ে নারীরা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ অনুযায়ী, মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নারীরা পুরুষের চেয়ে ০.১ শতাংশ এগিয়ে। এতে বলা হয়েছে, গত তিন মাসে নারী ও পুরুষের মোবাইল ফোন ব্যবহারের অনুপাত যথাক্রমে ৮৯ দশমিক ৯ শতাংশ ও ৯০ শতাংশ।

বিবিএস সম্প্রতি এ বিষয়ে একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে। দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নারীরা পুরুষদের ছাড়িয়ে গেছে বলেও উল্লেখ করা হয়েছে। ৬৮.৯ শতাংশ মহিলা এবং ৬৭.৭ শতাংশ পুরুষ দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন

করেন।

তবে, সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহারের হিসাবে নারীদের পেছনে ফেলেছেন পুরুষরা। ২৫ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ২৪ দশমিক ১ শতাংশ নারী সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন।

সমীক্ষায় বলা হয়েছে, মোট জনসংখ্যার ইন্টারনেট ব্যবহারকারীর হার ২০১৩ সালের ৬ দশমিক ৭ শতাংশ থেকে ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৯ শতাংশে। কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রামে ১৫ শতাংশ এবং সবচেয়ে কম বরিশালে শতাংশ।

এতে বলা হয়েছে, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫২ দশমিক ২ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন রয়েছে। বিভাগ অনুযায়ী, বাসায় ইন্টারনেট ব্যবহারের হার ঢাকায় সর্বোচ্চ ৫৪ দশমিক ২ শতাংশ এবং রাজশাহীতে সর্বনিম্ন ১৯ দশমিক ৭ শতাংশ। মোবাইল ব্যবহারের হারও ২০১৩ সালের ৮১ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে হয়েছে ৮৯ দশমিক ৯ শতাংশ।

 

Leave a Reply

Your email address will not be published.

X