‘কুরআন অবমাননা’: থানা থেকে যুবককে তুলে নিয়ে আমজনতার মাইরে চির-বিদায়
কোরআন অবমাননার অভিযোগে থানা থেকে ছিনিয়ে নিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। দেশটির পুলিশ জানায়, শনিবার পাঞ্জাব প্রদেশের নানকানা সাহিব শহরে এ ঘটনা ঘটে।
দেশটির পুলিশের মুখপাত্র মুহাম্মদ ওয়াকাস জানিয়েছেন, নিহতের নাম মুহাম্মদ ওয়ারিস (২০) । কোরআন অবমাননার জন্য তার ওপর হামলা করা হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এরপর বিক্ষুব্ধ জনতা থানায় হামলা চালায়।
পুলিশ কর্মকর্তা জানান, বিক্ষুব্ধ জনতা মোহাম্মদ ওয়ারিসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে আচ্ছাতালে পিটিয়ে হত্যা করা হয়। ওয়ারিসের মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
থানায় হাতে গোনা কয়েকজন পুলিশ থাকায় উত্তেজিত জনতাকে থামাতে পারেনি পুলিশ। পরে থানায় অতিরিক্ত পুলিশ পাঠানো হলে তারা লাশে আগুন দেওয়া থেকে উত্তেজিত জনতাকে থামাতে সক্ষম হয়।
ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও দেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে পা ধরে রাস্তার দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। তার কাপড় ছিঁড়ে লাঠি ও লোহার রড দিয়ে সে ই র ক ম মারধর করা হয়।