November 25, 2024
তুরস্ক যাচ্ছে বাংলাদেশি উদ্ধারকারীরা

তুরস্ক যাচ্ছে বাংলাদেশি উদ্ধারকারীরা

তুরস্ক যাচ্ছে বাংলাদেশি উদ্ধারকারীরা

তুরস্ক যাচ্ছে বাংলাদেশি উদ্ধারকারীরা

“ছোট বা বড়, সেবামূলক কাজ অবশ্যই নিঃসন্দেহে প্রশংসনীয়। বাংলাদেশের পক্ষ থেকে বিপর্যস্ত তুরস্কের প্রতি এই উদ্যোগ মহান আল্লাহ কবুল করুন।“

তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে যাচ্ছে বাংলাদেশের ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা গণমাধ্যমকে আরও জানান, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে (সি-১৩০) দলটি বুধবার তুরস্ক যাবে। প্রাথমিকভাবে ১০ জনের দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এই দলে কারা থাকবেন, কী কী সরঞ্জাম, উপকরণ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হবে- তা ঠিক করা নিয়ে কাজ চলছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের কারণে তুরস্ক ও সিরিয়ায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। দুই দেশে মৃত মানুষের সংখ্যা বেড়েই চলছে।

সূত্র বলছে, বাংলাদেশের পক্ষ থেকেই তুরস্ককে উদ্ধারকারী দল পাঠানোর বিষয়ে প্রস্তাব দেওয়া হয়। তুরস্ক দ্রুত এ বিষয়ে তাদের আগ্রহের কথা জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, এর আগের ভূমিকম্পে তুরস্ককে উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন তারা বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেছিল, উদ্ধারকারী দল পাঠানো দরকার নেই। কিন্তু এবার তারা প্রস্তাব পাওয়ার পরই আগ্রহ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published.

X