এই বিপর্যয় দ্রুত কাটিয়ে উঠব: ভূমিকম্পের পর এরদোগান
সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আমরা দ্রুত এই দুর্যোগ কাটিয়ে উঠব।
ভূমিকম্পে ধসে পড়েছে শতাধিক ঘরবাড়ি। স্পেক্টেটর ইনডেক্স এক টুইটে বলেছে, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় অনে মানুষের মৃত্যুর খবর আসছে । এমন পরিস্থিতিতে যেকোনো দেশ থেকে আন্তর্জাতিক সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছে তুরস্ক সরকার।
ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় এরদোগান বলেন, কাহারামানমারাস এবং আমাদের দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকল নাগরিকের দ্রুত আরোগ্য কামনা করছি। এএফএডির নির্দেশে আমাদের সংশ্লিষ্ট সকল ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করছে।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের অনুসন্ধান ও উদ্ধারকারী দল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। আমাদের স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়, এএফএডি, গভর্নর এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান দ্রুত কাজ শুরু করেছে।
এরদোগান বলেন, ভূমিকম্পের পর শুরু হওয়া কাজগুলো আমরা সমন্বয় করছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এবং ন্যূনতম ক্ষয়ক্ষতি সহ আমরা যে দুর্যোগের মুখোমুখি হচ্ছি তা কাটিয়ে উঠতে আশা করি। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।
সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭.৮ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পের ফলে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারে অভিযান চলছে।
শক্তিশালী এই ভূমিকম্পের ফলে ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপের মধ্যে মানুষ খুঁজছে স্বজনদের। কেউ আহতদের উদ্ধার করে হাসপাতালে ছুটছেন। হাসপাতাল ও ধসে পড়া ভবনের সামনে স্বজনদের হাহাকার আর কান্না থামছে না।
তুরস্কের সীমান্তবর্তী দেশ সিরিয়াতেও ভূমিকম্প আঘাত হেনেছে। উত্তর-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ হিসেবে বর্ণনা করা হচ্ছে।