ইসরাইল ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে
“দখলদার বর্বর রক্তপিপাসু ইসরাইলকে থামাতে হলে,তরুণ মুসলিম পৃথিবীকে একসাথে জেগে উঠার বিকল্প নেই ”।
ইসরায়েলি সেনারা এক বয়স্ক মহিলাসহ ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে। বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ব্যাপক অবরোধের পর তারা এ হত্যাযজ্ঞ চালায়। আহত হয়েছেন অন্তত ২০ জন। গত বছর ইসরাইল এ ধরনের অভিযান জোরদার করার পর বৃহস্পতিবারের অভিযান ছিল সবচেয়ে মারাত্মক।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে ইসরাইল। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, নিহত নারীর নাম মাগদা ওবেইদ। জেনিন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শনাক্ত করেছে। গণহত্যার পর জেনিন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হয়। তারা জানান, ওই নারীর মৃত্যুর প্রতিবেদন খুঁজছেন তারা।
আহতদের হাসপাতালে নেওয়ার পথে। ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের চলাচলে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এ জন্য স্থানীয় সময় দুপুরে রামাল্লা হাসপাতালের সামনে বিক্ষোভের ঘোষণা দেন চিকিৎসকরা। জেনিন পাবলিক হাসপাতালের প্রধান উইসাম বেকার ইসরায়েলি অভিযান সম্পর্কে বলেন, “এটি ছিল আগ্রাসন।” অপ্রত্যাশিত একজন শহীদ মেঝেতে মৃত অবস্থায় পড়েছিলেন। চালক তাকে অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করছিলেন। কিন্তু ইসরায়েলি বাহিনী সরাসরি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়।