November 22, 2024
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কুয়েট শিক্ষার্থী নিহত

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কুয়েট শিক্ষার্থী নিহত

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কুয়েট শিক্ষার্থী নিহত

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কুয়েট শিক্ষার্থী নিহত

ঢাকার মহাখালী রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত তরুণের পরিচয় পাওয়া গেছে। পুলিশ বলছে, তাঁর নাম নাফিজ সামি। ২০ বছর বয়সী এই তরুণ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনে কাটা পড়ে সামি নিহত হন। পুলিশ জানিয়েছে, কানে হেডফোন লাগিয়ে তিনি রেললাইন পার হচ্ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, নিহত সামি কানে হেডফোন লাগিয়ে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ নামের একটি ট্রেন কমলাপুর যাচ্ছিল। ট্রেন যে আসছে, সেটা তিনি খেয়াল করেননি।

সানু মং মারমা বলেন, আশপাশের লোকজন চিৎকার করে সরে যেতে বললেও সামি শুনতে পাননি। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সানু মং মারমা আরও বলেন, ওই তরুণের সঙ্গে থাকা মুঠোফোনটিও ভেঙে নষ্ট হয়ে গেছে। তাঁর বাসা রাজধানীর উত্তর শাহজাহানপুরে। তিনি পরিবারের সঙ্গে সেখানে থাকতেন। ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ।

Leave a Reply

Your email address will not be published.

X