November 28, 2024
ইউক্রেন যুদ্ধে হতাহতের সংখ্যা জানালেন নরওয়ের সেনাপ্রধান

ইউক্রেন যুদ্ধে হতাহতের সংখ্যা জানালেন নরওয়ের সেনাপ্রধান

ইউক্রেন যুদ্ধে হতাহতের সংখ্যা জানালেন নরওয়ের সেনাপ্রধান

ইউক্রেন যুদ্ধে হতাহতের সংখ্যা জানালেন নরওয়ের সেনাপ্রধান

ইউক্রেনে এ পর্যন্ত রাশিয়ার এক লাখ ৮০ হাজার রুশ সৈন্য নিহত কিংবা আহত হয়েছেন। এদিকে ইউক্রেনের সেনা হতাহতের সংখ্যা এক লাখ এবং বেসামরিক নাগরিক মারা গেছেন ৩০ হাজার।

নরওয়ের সেনাপ্রধান রবিবার (২২ জানুয়ারি) এ হিসেব প্রকাশ করেন। রুশ সীমান্তবর্তী দেশ নরওয়ে ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই ন্যাটোর সদস্য।

গত কয়েক মাস ধরে মস্কো ও কিয়েভ তাদের ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য কোনো তথ্য প্রকাশ করেনি। কিন্তু নরওয়ের জেনারেল বলেছেন, ইউক্রেনে সম্ভবত তাদের এক লাখেরও বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছেন। ভয়ানক এই যুদ্ধে দেশটির প্রায় ৩০ হাজার বেসামরিক লোক মারা গেছেন।

গত নভেম্বরে মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছিলেন যে এই যুদ্ধে এক লাখেরও বেশি রুশ সেনা নিহত বা আহত হয়েছে। সম্ভবত ইউক্রেনে সংখ্যাও একই।

তবে নিরপেক্ষভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে নরওয়ের সেনাপ্রধান দেরি না করে ইউক্রেনকে যুদ্ধ ট্যাংক সরবরাহের আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.

X