স্কুলে স্যার-ম্যাডাম ডাক নিষিদ্ধ
ভারতের কেরালা রাজ্য প্রচলিত ধারণার বাইরে গিয়ে নতুন দিশা দেখিয়েছে। শিক্ষার আলোয় যারা আলোকিত তাদের জন্য লিঙ্গ বৈষম্যের কোনো প্রয়োজন নেই। তাদের একটাই পরিচয় থাকবে, তারা হল ‘শিক্ষক’। এখন থেকে ‘স্যার’ বা ‘ম্যাডাম’ নয়, ‘টিচার’ লিঙ্গ বৈষম্যের অবসান ঘটাতে এমন পদক্ষেপ নিতে চলেছে কেরালা।
কেরালা চাইল্ড প্রোটেকশন রাইটস কমিশন স্কুল থেকেই শিশুদের মধ্যে লিঙ্গ সমতা উন্নীত করতে এই ধরনের নির্দেশিকা জারি করেছে। কমিশন ইতোমধ্যে শিক্ষা বিভাগকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।
দীর্ঘদিন ধরেই লিঙ্গ বৈষম্য দূরীকরণের প্রচেষ্টা চলছে। এই সমস্যা দূর করতে শিশু বয়স থেকেই লিঙ্গ সমতা গড়ে তুলতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কেরালা ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য হিসেবে পরিচিত। তারাই প্রথম এই পদক্ষেপ নিয়েছিল এবং দেখায় যে লিঙ্গ বৈষম্য প্রতিরোধে এই সিদ্ধান্ত কতটা প্রয়োজনীয়।
এই সিদ্ধান্ত নেওয়া কমিশনের প্যানেল দাবি করেছে যে শিক্ষকদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে লিঙ্গ ভাগ করা সহজ। তাই ‘শিক্ষক’ শব্দটি অনেক বেশি উপযুক্ত। প্যানেল ‘শিক্ষক’ শব্দটিকে লিঙ্গ নিরপেক্ষ বলে বিবেচনা করেছে।
প্যানেলের দুই সদস্য, কেভি মনোজ কুমার এবং সি বিজয়কুমার, গত বুধবার কেরালা শিক্ষা বিভাগে চিঠি লিখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ‘শিক্ষক’ শব্দটি চালু হলে শিক্ষা ও লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে নিঃসন্দেহে এটি একটি বড় পদক্ষেপ হবে।