November 24, 2024
হজে যেতে এ বছর বিধিনিষেধ রাখছে না সৌদি

হজে যেতে এ বছর বিধিনিষেধ রাখছে না সৌদি

হজে যেতে এ বছর বিধিনিষেধ রাখছে না সৌদি

হজে যেতে এ বছর বিধিনিষেধ রাখছে না সৌদি

এ বছর হজযাত্রীর সংখ্যা সীমিত রাখবে না সৌদি আরব। দেশটির এক মন্ত্রী গতকাল সোমবার এ কথা বলেছেন। করোনাভাইরাসের সংক্রমণের কারণে তিন বছর হজযাত্রীর সংখ্যা সীমিত রেখেছিল সৌদি সরকার।

হজ ও ওমরাহবষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেন, হজযাত্রীর সংখ্যা করোনা মহামারির আগের সময়ের মতো করা হবে। এতে কোনো বয়সসীমা থাকবে না। খবর এএফপির

সক্ষম মুসলিমদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। ইসলাম ধর্মাবলম্বীদের পাঁচটি ফরজের মধ্যে হজ একটি। আগামী জুন মাসে হজ অনুষ্ঠিত হওয়ার কথা।

উল্লেখ্য, যদিও ২০১৯ সালে ২৫ লাখ যাত্রী হজে অংশ নেন। পরের দুই বছর মহামারির কারণে হজযাত্রীর সংখ্যা কমানো হয়। ২০২২ সালে প্রায় ৯ লাখ হজযাত্রী ছিলেন। এর মধ্যে ৭ লাখ ৮০ হাজার ছিলেন সৌদি আরবের বাইরের দেশের।

সে সময় হজযাত্রীদের বয়সসীমা ৬৫ বছরের নিচে সীমিত করে দেওয়া হয়। করোনার টিকা নেওয়া ও করোনা নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

X