জাতীয় নির্বাচন ব্যালটেই করার প্রস্তুতি নিতে বললেন ইসি রাশেদা সুলতানা
রোববার (৮ জানুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইভিএমের নতুন প্রকল্প সময়মতো পাস না হলে আগামী নির্বাচন ব্যালটে করতে প্রস্তুতি নিতে হবে।
রাশেদা সুলতানা বলেন, জানুয়ারির মাঝামাঝি ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে দেড়শ আসনে এই মেশিন ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমরা বর্তমানে যা আছে তা দিয়েই ভোট আয়োজন করব।
তিনি বলেন, নির্বাচন কমিশন ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের জন্য সরকারকে ৮ কোটি ১১১ লাখ ৪০ হাজার টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছে। সেই প্রকল্পের তেমন অগ্রগতি হচ্ছে বলে মনে হয় না।
এনআইডি সম্পর্কে রাশেদা বলেন, এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে না হওয়ায় কোনো সমস্যা নেই। এ বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা বসার পর আমাদের অবস্থান স্পষ্ট করব।
তিনি বলেন, ভোট ইভিএমে হলে এবং এনআইডি মন্ত্রণালয়ে গেলে ভোট নিতে সমস্যা হতে পারে। বিষয়টি প্রযুক্তিগত হওয়ায় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতামত ও মতামত চাওয়া হয়েছে। আমরা তাদের কথা শুনেছি। আমরা কোনো মতামত দেইনি।