November 25, 2024
এই প্রথম মেক্সিকো সীমান্তে যাচ্ছেন জো বাইডেন

এই প্রথম মেক্সিকো সীমান্তে যাচ্ছেন জো বাইডেন

এই প্রথম মেক্সিকো সীমান্তে যাচ্ছেন জো বাইডেন

এই প্রথম মেক্সিকো সীমান্তে যাচ্ছেন জো বাইডেন

এবারই প্রথমবারের মতো মেক্সিকো সীমান্তে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সীমান্তে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী বসে আছেন।

খুব গুরুত্বপূর্ণ সময়ে বুধবার মেক্সিকো সীমান্তে যাওয়ার ঘোষণা দেন বাইডেন।

তিনি জানান, বৃহস্পতিবার এ বিষয়ে ভাষণ দেবেন। সেখান থেকেই তার সফর নিয়ে আরও তথ্য পাওয়া যাবে।

বিডেন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় থাকার পর দুই বছর পার হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত তিনি মেক্সিকো সীমান্তে যাননি। যেখানে হাজার হাজার অভিবাসী সীমান্তে অপেক্ষা করছে। দিন দিন প্রার্থীর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে কেন বাইডেন সীমান্তে যাচ্ছেন না তা নিয়েও সমালোচনা শুরু হয়েছে ডেমোক্র্যাটদের মধ্যে।বাইডেনের সফর তারই জবাব বলে মনে করা হচ্ছে।

এই মুহূর্তে বাইডেন কেনটাকিতে আছেন। সে কারণেই কবে এই সফর হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে হোয়াইট হাউস সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগামী সপ্তাহে বাইডেন সেখানে যেতে পারেন।

অভিবাসন নিয়ে ট্রাম্পের নীতি কঠোর ও স্পষ্ট ছিল। করোনার গোড়ায় ট্রাম্প শতাব্দী প্রাচীন আইন টাইটেল ৪২ জারি করেছিলেন। যে আইনের সাহায্যে যেকোনো অভিবাসীকে দেশ থেকে বার করে দেওয়া যায়।

অভিবাবাসী প্রত্যাশীদের জন্য সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া যায়। করোনা চলে গেছে। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট সম্প্রতি ওই আইন বাতিল করতে দেননি। সীমান্তবর্তী রাজ্যগুলোর আবেদনের ভিত্তিতেই তা বহাল রাখা হয়েছে। যা নিয়ে দেশের ভিতর বিতর্ক যথেষ্ট দানা বেঁধেছে। এই পরিস্থিতিতে বাইডেন সীমান্ত সফরে যাচ্ছেন। এরপর তার মেক্সিকো সফরেও যাওয়ার কথা।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর ৩৫৭কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায় অভিবাসীরা।

Leave a Reply

Your email address will not be published.

X