চীন থেকে আগতদের ক্ষেত্রে কোভিড বিধিনিষেধ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র; চীন থেকে ভ্রমণকারীদের উপর নতুন কোভিড বিধিনিষেধ আরোপ করার কথা বিবেচনা করছে। আগামী মাস থেকে সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এ ছাড়া সেখানে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে বলে গণমাধ্যমে বলা হচ্ছে। চীনের করোনভাইরাসকে ঘিরে স্বচ্ছতার অভাব থাকায় মার্কিন কর্মকর্তারা নতুন বিধিনিষেধ বিবেচনা করছেন।
চীনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ‘আমদানি করা করোনা রোগী’র সংখ্যা। ফলে চীন থেকে আসা যাত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে জাপান, মালয়েশিয়া ও তাইওয়ান। কেউ করোনা নেগেটিভ হলেও এই বিধিনিষেধের আওতায় আসবে। তবে, বেইজিং বলেছে যে কোভিড সম্পর্কিত নিয়মগুলি একটি “বৈজ্ঞানিক” ভিত্তিতে হওয়া উচিত। অন্যদিকে, ভারতও চীন থেকে আসাদের জন্য ব্যবস্থা বাড়িয়েছে।
উল্লেখ্য,বেইজিং তার সীমান্ত নীতি শিথিল করার ঘোষণা দেওয়ার আগেই ভারত এই ঘোষণা দিয়েছে। বিদেশ ভ্রমণ করতে ইচ্ছুক চীনা নাগরিকদের পাসপোর্ট আবেদন ৮ জানুয়ারি থেকে শুরু হবে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।