November 24, 2024
মেয়েদের পড়ালেখা বন্ধ করায় ছেলেরাও আর পড়াশোনা করবে না

মেয়েদের পড়ালেখা বন্ধ করায় ছেলেরাও আর পড়াশোনা করবে না

মেয়েদের পড়ালেখা বন্ধ করায় ছেলেরাও আর পড়াশোনা করবে না

মেয়েদের পড়ালেখা বন্ধ করায় ছেলেরাও আর পড়াশোনা করবে না

মেয়েদের বিশ্ববিদ্যালয় শিক্ষার ওপর আফগানিস্তানের তালেবান শাসিত প্রশাসনের নিষেধাজ্ঞার পর দেশের ছাত্ররাও এর নিন্দা জানিয়ে ক্লাস বর্জন করেছে।

এ বিষয়ে মুজামেল নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা আমাদের বর্জন অব্যাহত রাখব এবং মেয়েদের ক্লাস পুনরায় চালু না হলে আমরাও আমাদের পাঠ বর্জন করব।’ নাভিদুল্লাহ নামে আরেক শিক্ষার্থী বলেন, আমাদের বোনদের জন্য বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যেতে চাই না। মহিবুল্লাহ নামে আরেক ছাত্র বলেন, ‘আমার দুই বোন উচ্চশিক্ষা নিচ্ছে, তারা যেহেতু পারবে না, আমিও আর পড়ব না।’

এ ছাড়া কাবুল বিশ্ববিদ্যালয়ের অনেক প্রভাষকও তালেবানকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা দুর্ভাগ্যজনক। তৌফিকুল্লাহ নামে একজন প্রভাষক বলেছেন, “আমরা আমাদের মহিলা শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়গুলি পুনরায় চালু করার জন্য আফগান ইসলামী ইমারাতকে অনুরোধ করছি।”

প্রসঙ্গত, ডিসেম্বরের গোড়ার দিকে, আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় মহিলা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা স্থগিত করে। এই সিদ্ধান্ত ব্যাপক প্রতিবাদ ও বিশ্বব্যাপী নিন্দার জন্ম দেয়

Leave a Reply

Your email address will not be published.

X