পাকিস্তানে সেনা সদস্যকে গুলি করে হত্যার পর শিরশ্ছেদ
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় বন্দুক হামলায় ছেলেসহ দেশটির এক সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার বান্নু জেলার জানিখেল শহরে এই হামলার ঘটনা ঘটে।
চলতি বছর পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর এ ধরনের হামলা ব্যাপক বেড়ে গেছে
দেশটির সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে গুলিতে নিহত ওই সেনা সদস্যের নাম রেহমান জামান (৪৫) । ওই সময় তার ১৮ বছর বয়সী ছেলেকেও গুলি করে হত্যা করা হয়। তবে তার নাম জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, হত্যার পর হামলাকারীরা ওই সেনার মাথা কেটে ফেলে।
স্থানীয়রা ডনকে জানান, হামলাকারীরা ওই সৈন্যের মাথা নিয়ে বাচকি মার্কেট এলাকায় একটি গাছে ঝুলিয়ে দেয়। পরে সকালে গাছে কাটা মাথা ঝুলতে দেখে এক ব্যক্তি পুলিশকে খবর দেন। পুলিশ ময়নাতদন্তের জন্য বান্নু জেলা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় অজ্ঞাতনামা হামলাকারীদের নামে জানিখেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, গত আট বছরের মধ্যে এ বছর দেশে এ ধরনের হামলা অনেক বেড়েছে। টার্গেট কিলিং ছাড়াও গত কয়েক মাসে সশস্ত্র হামলাকারীরা থানা, পুলিশ চেকপোস্ট এবং পুলিশ ভ্যানে গ্রেনেড হামলা চালিয়েছে।
খাইবার পাখতুনখোয়ায় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা কর্মীদের উপর হামলা বেড়ে যাওয়ায়, পাকিস্তানি কর্তৃপক্ষ সমস্ত চেকপোস্টে নিরাপত্তা জোরদার করেছে এবং নিরাপত্তা ত্রুটির জন্য দায়ী ব্যক্তিদের বরখাস্ত করেছে।