November 22, 2024
ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসে রাইড শেয়ারিংয়ে ড্রাইভার- বিহীন গাড়ির সেবা চালু

ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসে রাইড শেয়ারিংয়ে ড্রাইভার- বিহীন গাড়ির সেবা চালু

ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসে রাইড শেয়ারিংয়ে ড্রাইভার- বিহীন গাড়ির সেবা চালু

ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসে রাইড শেয়ারিংয়ে ড্রাইভার- বিহীন গাড়ির সেবা চালু

আন্তর্জাতিক রাইড শেয়ারিং কোম্পানিতে চালকবিহীন গাড়ি যুক্ত করেছে উবার। চালকবিহীন গাড়ি নিয়মিত গাড়ির মতোই উবার অ্যাপের মাধ্যমে ভাড়া করা যায়। এ জন্য উবার অ্যাপে চালকবিহীন গাড়ির বিকল্প বেছে নিতে হবে। বুধবার এক ঘোষণায় উবার পাবলিক ‘রোবোট্যাক্সিস’ পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে। ‘রোবোট্যাক্সি’ মূলত চালকবিহীন গাড়ি পরিষেবা।

জানা যায়, কঠোর যাচাইকরণ প্রক্রিয়া এবং স্বয়ংক্রিয় যানবাহন প্রযুক্তিকে দেরিতে বাণিজ্যিকভাবে গ্রহণ করায় ‘রোবোট্যাক্সি’ সেবা চালু হতে দেরি হয়। যার ফলে এ খাতে বিনিয়োগকারীরা বেশ উদ্বিগ্ন ছিল।

উবার জানিয়েছে, এই সেবা চালুর শুরুর দিনগুলোতে যাত্রীদের কোনো প্রকার চার্জ দিতে হচ্ছে না। তবে শিগগিরই চার্জ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কোম্পানি দুটি জানিয়েছে, যানবাহনগুলো নিয়ন্ত্রণের জন্য আপাতত অপারেটর থাকছে। তবে আগামী বছরের মধ্যেই জনসাধারণকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়িতে চড়ার অভিজ্ঞতা দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা।

উল্লেখ্য, ২০২০ সালে সান ফ্রান্সিসকো-ভিত্তিক স্টার্টআপ অরোরার কাছে স্বয়ংক্রিয় যানবাহন নিয়ে নিজেদের গবেষণা বিভাগ বিক্রি করে উবার। সাময়িক বিরতির পর আবার রোবোট্যাক্সির পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিল কোম্পানিটি। ইতিমধ্যে, Uber মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং টেক্সাস রাজ্যে চালকবিহীন ডেলিভারি পরিষেবা চালু করতে প্রযুক্তি-নির্মাতা স্টার্টআপ নুরোর সাথে ১০ বছরের চুক্তিতে  স্বাক্ষর করেছে।

Leave a Reply

Your email address will not be published.

X