বাংলাদেশকে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার ও নিশ্চয়তা দিতে হবে: জাতিসংঘের র্যাপোর্টিয়ার
বাংলাদেশের ঘটনাপ্রবাহে গভীর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের একজন বিশেষজ্ঞ। তিনি হলেন সংস্থাটির শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও সমিতি গঠনের অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ক্লেমেন্ট এন ভৌল। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি এমন কথা বলেছেন।
আজ (বৃহস্পতিবার) নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে ক্লেমেন্ট এন ভৌল লিখেছেনঃ
চলতি বছরে্র জুলাই মাস থেকে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা ও প্রাণঘাতী বলপ্রয়োগের (যেগুলোর কারণে মানুষ মারা যাচ্ছে) উদ্বেগজনক খবর আসার পর থেকেই আমি বাংলাদেশের ঘটনাপ্রবাহে গভীরভাবে নজর রাখছি। বাংলাদেশি কর্তৃপক্ষকে অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের নিশ্চয়তা দিতে হবে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে।
এর আগেও বাংলাদেশ সরকারের কাছে এসব নিয়ে তিনি উদ্বেগ জানিয়েছিলেন স্মরণ করিয়ে দিয়ে ভিন্ন এক টুইটে জাতিসংঘের বিশেষ ওই র্যাপোর্টিয়ার লিখেন।
শান্তিপূর্ণ সমাবেশের প্রেক্ষাপটে আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা প্রাণঘাতী বলপ্রয়োগের অনুরূপ খবর আসার পর ২০২১ সালে আমি বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলাম।
উল্লেখ্য, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছেন, “বাংলাদেশ স্বাধীন মতপ্রকাশ, সংবাদপত্রের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” আগামী বছর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি জাতিসংঘের সদস্য হিসেবে বাংলাদেশের প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেন।