যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড বজ্রঝড়, টর্নেডোর সতর্কতা
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার (২৯ নভেম্বর) ভয়াবহ বজ্রঝড় আঘাত হেনেছে।
প্রতিবেদনে বলা হয়, একইসঙ্গে সংস্থাটি ভয়ংকর টর্নেডোর বিষয়ে সতর্ক করেছে।
আবহওয়া সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রচণ্ড বজ্রঝড় নিম্ন থেকে মধ্য মিসিসিপি উপত্যকা, মধ্য-দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব অংশে শক্তিশালী টর্নেডো এবং বড় শিলাবৃষ্টি ও দমকা বাতাস বয়ে আনবে।
এতে আরো জানানো হয়, টর্নেডো সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে মধ্য মিসিসিপি, উত্তর-পূর্ব লুইসিয়ানা এবং দক্ষিণ-পশ্চিম আরকানসাসে শক্তিশালী টর্নেডো আঘাত হানতে পারে।এদিকে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে, তীব্র বজ্রঝড় পূর্ব টেক্সাস এবং টেনেসিতেও আঘাত হেনেছে।