ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের প্রকৃত চিত্র অবহিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের সঙ্গে যে ‘আলোচনা’ চলছে তার প্রকৃত চিত্র তুলে ধরতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার সচিবালয়ে সচিবের সভা শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন।
ইসলামী ব্যাংক প্রসঙ্গে ওই প্রশ্নের জবাবে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘ওভারঅল, আরও কয়েকটা ব্যাংকের কথা…, এটি শোনার পর আমি ইন্টারনেটে গিয়ে দেখলাম, কয়েকটা ব্যাংকের ব্যাপারে বাইরে থেকে ইউটিউবে বিভিন্ন রকম বক্তৃতা দিচ্ছেন। তবুও এটিকে অবহেলা করা হয়নি। বলা হয়েছে, এগুলো দেখে চিত্রটি আমাদের জানান ।
সচিব সভার বৈঠকে খাদ্য নিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্যের মজুত যাতে কোনোভাবেই ১৫ লাখ টনের নিচে না থাকে, সেটি নিশ্চিত করতে সচিবদের নির্দেশ দিয়েছেন তিনি।
ব্যাংক খাতসংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটি নিয়ে বৈঠকে অনির্ধারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগকে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, চারদিকে এত কথাবার্তা উঠছে, আসল চিত্র কী, সেটি শিগগিরই দেখে অবহিত করবেন।
সচিবদের বৈঠকে খাদ্য নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খাদ্য মজুদ যাতে দেড় লাখ টনের নিচে না থাকে তা নিশ্চিত করতে সচিবদের নির্দেশ দেন।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কী করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো ১৬ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুত রয়েছে। এটা স্বস্তিকর।