November 28, 2024
নিউইয়র্ক সিটিতে ডেলিভারিম্যানদের বেতন ঘণ্টায় ২৪ ডলার করার প্রস্তাব

নিউইয়র্ক সিটিতে ডেলিভারিম্যানদের বেতন ঘণ্টায় ২৪ ডলার করার প্রস্তাব

নিউইয়র্ক সিটিতে ডেলিভারিম্যানদের বেতন ঘণ্টায় ২৪ ডলার করার প্রস্তাব

নিউইয়র্ক সিটিতে ডেলিভারিম্যানদের বেতন ঘণ্টায় ২৪ ডলার করার প্রস্তাব

নিউইয়র্ক সিটি ডেলিভারিম্যানদের জন্য ন্যূনতম মজুরি ঘণ্টায় ২৪ ডলারে উন্নীত করার প্রস্তাব করেছে। এর মধ্যে ভ্রমণ এবং শ্রমিকের ক্ষতিপূরণ বীমা খরচ অন্তর্ভুক্ত। শহরের প্রায় ৬০,০০০ ডেলিভারিম্যান এতে উপকৃত হবেন। তাদের বেশিরভাগই বিভিন্ন স্থানে গ্রাহকদের কাছে অ্যাপ-ভিত্তিক রেস্টুরেন্টের খাবার সরবরাহ করে। তাদের অনেকেই এখন ৭ ডলার ৯ সেন্টসে প্রতি ঘন্টায় কাজ করে থাকে।

ডেলিভারিম্যানদের বেতন বাড়ানোর প্রস্তাব উপস্থাপনকালে সিটি মেয়র এরিক অ্যাডামস বলেন, এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে নগরীর ৬০ হাজার ডেলিভারিম্যানের প্রতি সুবিচার হবে। যাদের অধিকাংশই পরিশ্রমী ইমিগ্র্যান্ট জনগোষ্ঠী। প্রস্তাবের ওপর পাবলিক শুনানীতে নিউইয়র্কারদের মতামত জানার অপেক্ষায় থাকলাম। প্রস্তাব অনুসারে বেজ বেতন হবে ঘন্টায় ১৯.৮৬ ডলার। ২,২৬ ডলার ওর্য়ার্কাস এক্সপেন্স ও ১.৭০ ডলার ইন্সুরেন্স বাবদ পেমেন্ট হবে। এ বেতন ১ এপ্রিল ২০২৫ সাল নাগদ ধাপে ধাপে কার্যকর হবে। তবে প্রস্তাবটি গৃহীত হলে প্রথমেই শুরু হবে ঘন্টায় ১৭.৮৭ ডলার করে। উল্লেখ্য, প্রস্তাবটি তৈরি করেছে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কনজুমার এন্ড ওয়ার্কার প্রেটেকশন। ডেলিভারিম্যানদের বেতন দেয়া হবে ট্রিপ টাইম, ডেলিভারিতে ব্যয়িত সময়, অন-কল টাইম, অ্যাপে কানেকশন পাওয়ার সময় ও ট্রিপের জন্য অপেক্ষাকালীন সময় ভিত্তি করে। ওয়ার্কার প্রেটেকশন কমিশনার ভিলদা ভেরা মাউগা বলেছেন, এই বেতন হবে পরিশ্রমী ডেলিভারিম্যানদের জন্য গ্যারান্টিসূচক। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে।

সংস্থাটির দেয়া তথ্যাদি অনুসারে ডেলিভারিম্যানদের বযস সাধারণত ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে, যাদের শতকরা ৭৫ ভাগই পুরুষ। এদের ৯১ শতাংশই অশ্বেতাঙ্গ বা হিসপানিক। এই পেশায় তারা সাইকেল, ই-বাইক, মোপেড, গাড়ি ইত্যাদি ব্যবহার করে বা পায়ে হেঁটে ডেলিভারি করে থাকে।

Leave a Reply

Your email address will not be published.

X