November 22, 2024
দুই দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুকে জীবিত উদ্ধার করা হয়

দুই দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুকে জীবিত উদ্ধার করা হয়

দুই দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুকে জীবিত উদ্ধার করা হয়

দুই দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুকে জীবিত উদ্ধার করা হয়

ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্পের দুই দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে আঘাত হানা ৫.৬ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত দেশে ২৭১ জন নিহত হয়েছে। অনেকে এখনো নিখোঁজ। পরিবারের সদস্যরা যেমন নিখোঁজ হওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, ঠিক তখনই জীবিত উদ্ধার করা হয় পাঁচ বছরের শিশুটিকে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুটির নাম আজকা মাওলানা মালিক। সিয়ানজুরের নাগরক গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

দুই দিন কিছু না খেয়ে শিশুটি দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। বর্তমানে তিনি একটি অস্থায়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.

X