ডিটারজেন্ট পাউডার খেয়ে শিশুর মৃত্যু
যেসকল জিনিস শিশুদের নাগালের বাইরে রাখতে হয়, মা -বাবা হিসেবে অবশ্যই সে ব্যাপারে শতভাগ সচেতন হতে হবে । কারণ শিশুরা অবুঝ তবে আগামী দিনের কর্ণধার। সুতরাং সতর্ক থাকার কথা মহান রব্বুল আলামীনও বলেছেনঃ তাই সতর্ক থাকি শিশুদেরকে অবশ্যই সব সময় নজরে রাখি।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন শেরবাংলা টাওয়ার এলাকায় ডিটারজেন্ট পাউডার সেবনে ইব্রাহিম হোসেন রাফাত নামে ৯ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে বায়েজিদ থানার শেরে বাংলা টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইব্রাহিম হোসেন রাফাত ওই এলাকার জাকির হোসেনের ছেলে।
নিহতের বাবা জাকির হোসেন বলেন, আমি গাড়ি চালাই। মঙ্গলবার মালামাল নিয়ে ঢাকায় গেলাম। আমার স্ত্রী গার্মেন্টসে কাজ করে। রাতে বাসায় এসে আমার স্ত্রী দেখেন ছেলেটি ডিটারজেন্ট খেয়ে বসে আছে। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান।
তিনি বলেন, রাতে খবর পেয়ে শেরেবাংলা টাওয়ারের একটি ভাড়া ঘরে এক শিশু ডিটারজেন্ট পাউডার পান করে।
পরিবারের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।