পুতিনের আমন্ত্রণে বৈঠক, আজারবাইজান-আর্মেনিয়া দ্বন্দ্ব সমাধানে সম্মত
আর্মেনিয়া এবং আজারবাইজান নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাত নিরসনে আর কোনো শক্তি প্রয়োগ না করতে সম্মত হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সোমবার কৃষ্ণ সাগরের উপকূলীয় শহর সোচিতে এক বৈঠকে দুই পক্ষ এই সিদ্ধান্ত নেয়। পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নেন আজারবাইজানীয় প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।
বৈঠকের পর এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। “আমরা শক্তি প্রয়োগ বা হুমকি না দিতে সম্মত হয়েছি,” এতে বলা হয়েছে। পারস্পরিক সার্বভৌমত্বকে সম্পূর্ণ সম্মান জানিয়ে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা হবে।”
বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ঘন ঘন মারাত্মক প্রাণঘাতী সংঘর্ষ হচ্ছে তখন রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এই সমঝোতা হল।