October 18, 2024
ইউক্রেনগামী সব জাহাজে তল্লাশি চালানো হবে, জাতিসংঘকে রাশিয়া

ইউক্রেনগামী সব জাহাজে তল্লাশি চালানো হবে, জাতিসংঘকে রাশিয়া

ইউক্রেনগামী সব জাহাজে তল্লাশি চালানো হবে, জাতিসংঘকে রাশিয়া

ইউক্রেনগামী সব জাহাজে তল্লাশি চালানো হবে, জাতিসংঘকে রাশিয়া

রাশিয়া ঘোষণা করেছে যে ইউক্রেনগামী সব জাহাজে তল্লাশি চালানো হবে। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া দেশটির সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

তিনি বলেছিলেন যে ইউক্রেন কৃষ্ণ সাগরে রাশিয়ান নৌবহরে আক্রমণ করে ইস্তাম্বুল চুক্তির গুরুতর লঙ্ঘন করেছে, মস্কোকে শস্য রপ্তানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে বাধ্য করেছে।

সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

নেবেনজিয়া বলেন, তুরস্কে অবস্থিত সমন্বয় কেন্দ্র একতরফাভাবে ইউক্রেনের জাহাজ ছেড়ে দিলেও রাশিয়া ওই সব জাহাজ তল্লাশি করবে। তিনি বলেন, ইউক্রেনের উদ্দেশে আসা সব জাহাজে তল্লাশি চালাবে রাশিয়া।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ইউক্রেনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ইস্তাম্বুল চুক্তির গুরুতর লঙ্ঘন করেছে। প্রকৃতপক্ষে, ইউক্রেন শস্য রপ্তানির নামে কৃষ্ণ সাগরে মানবিক করিডোর স্থাপন করে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করেছে।

গত শনিবার কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌ বহরে ড্রোন হামলা চালায় ইউক্রেন। নেবেনজিয়া মূলত নিরাপত্তা পরিষদে সেই বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, পশ্চিমাদের সহায়তায় ইউক্রেন আবার কী ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে তা আমরা জানি না। ফলে কৃষ্ণ সাগরে কোনো বেসামরিক জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা আমরা দিতে পারি না

Leave a Reply

Your email address will not be published.

X