November 25, 2024
এবার রংপুরে চলছে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা

এবার রংপুরে চলছে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা

এবার রংপুরে চলছে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা

এবার রংপুরে চলছে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা

আগামীকাল শনিবার রংপুরে বিএনপির গণসমাবেশ। খুলনার মতো রংপুর-কুড়িগ্রাম সড়কে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে এবং মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে শুক্রবার সকাল থেকে রংপুরেও পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মোটর মালিক সমিতি।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

হঠাৎ ডাকা এই ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। রংপুর নগরীর কামারপাড়ায় ঢাকা কোচ স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাসের টিকিট কাউন্টারগুলো বন্ধ। স্ট্যান্ডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ঢাকাগামী সব বাস।

এক বাসচালক বলেন, ‘বিএনপি সাধারণ সভা ডেকেছে, সরকারি দলও পাল্টা কর্মসূচি দিতে পারে। ফলে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছেন বাস মালিকরা। এ কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।

একই অবস্থা রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে। সকাল থেকে একটি বাস টার্মিনাল ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে শতাধিক রুটের সব বাস।

গত ২৯ অক্টোবর রংপুরে বিএনপির জনসভাকে ঘিরে মোটর মালিক সমিতি এই ধর্মঘটের ডাক দেয় বলে দলটির নেতাদের দাবি।

এর আগে খুলনায় বিএনপির সমাবেশের একদিন আগে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।

রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, বিএনপির সাধারণ সভার সঙ্গে আমাদের ধর্মঘটের কোনো সম্পর্ক নেই। সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে বুধবার রাতে এ ধর্মঘট ডাকা হয়।

Leave a Reply

Your email address will not be published.

X