টাইম ম্যাগাজিন ও টাইম টেলিভিশনের মধ্যে আইনি লড়াই; আইনগতভাবেই মোকাবেলার প্রত্যয় টাইম টেলিভিশনের
টাইম টেলিভিশনকে আইনি নোটিশ পাঠিয়েছে টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ। টাইম ম্যাগাজিন টাইম শব্দ ও লোগো তাদের সম্পত্তি এমন দাবি জানিয়ে টাইম টেলিভিশনকে এই নোটিশ পাঠায়। টাইম ম্যাগাজিনের পক্ষে তাদের প্রধান আইন কর্মকর্তা ডানা রোজেন টাইম টেলিভিশন কর্তৃপক্ষকে গত ২০ অক্টোবর এই নোটিশ পাঠান। টাইম ম্যাগাজিনের দাবি- টাইম টেলিভিশন কর্তৃপক্ষ যেন টাইম নামে ইন্টারনেট এবং অনলাইনভিত্তিক সকল প্রচার-প্রচারণা সরিয়ে ফেলে। নোটিশে বলা হয়, টাইম ম্যাগাজিন ৯৮ বছরের পুরনো ঐতিহাসিক একটি প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী এর একশ’ মিলিয়নের বেশি পাঠক ও শ্রোতা রয়েছেন। এছাড়া তাদের লোগো যুক্তরাষ্ট্রের ট্রেডমার্ক আইনের অধীনে নিবন্ধিত। তবে , টাইম টেলিভিশনের সিইও সাপ্তাহিক বাংলাপত্রিকা সম্পাদক আবু তাহের জানান, টাইম ম্যাগাজিন ও টাইম টেলিভিশন সম্পূর্ণ ভিন্ন দুটি মিডিয়া। তাদের টেলিভিশনের লোগো কালার সবই টাইম ম্যাগাজিনের চেয়ে ভিন্ন ও সম্পূর্ণ আলাদা। টাইম টেলিভিশনের লাল, সাদা ও নীল রঙের লোগো। এ বিষয়টি যেহেতু আইনি, তাই তাদের আইনজ্ঞরা তা খতিয়ে দেখছেন।