ক্যাপিটল হিল দাঙ্গা প্রসঙ্গ: ট্রাম্পের সাবেক সহযোগী স্টিভ ব্যাননের জেল
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ও উপদেষ্টা স্টিভ ব্যাননকে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক কার্ল নিকোলস চার মাসের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে জরিমানা করা হয়েছে ৬ হাজার ৫০০ ডলার। ক্যাপিটল হিলে দাঙ্গার তদন্তকারী কংগ্রেসনাল কমিটির সাথে অসহযোগিতার জন্য তাকে সাজা দেওয়া হয়।
স্টিভ ব্যাননকে এই বছরের জুলাই মাসে ৬ জানুয়ারী, ২০২১ সালের সহিংস ঘটনার সাথে সম্পর্কিত দুটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ব্যানন তদন্ত কমিটিকে প্রমাণ বা নথি দিতে অস্বীকার করেন। তবে তিনি তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
রায়ের পর ব্যানন সাংবাদিকদের বলেন, “আজ বিচারকের রায় দিন “এর বিরুদ্ধে আপিল করা হবে।
গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের সমর্থকরা দেশটির ক্যাপিটল হিলে নজিরবিহীন তাণ্ডব চালায়। এরপর কংগ্রেসের নিম্নকক্ষ দাঙ্গা তদন্তে একটি কমিটি গঠন করে। কমিটির পক্ষে স্টিভ ব্যাননকে সাক্ষ্য দিতে বলা হয়। কিন্তু ব্যানন তা উপেক্ষা করেন এবং অনুরোধকৃত নথি প্রদান করেন।