নামিবিয়ার কাছে উড়ে গেলো শ্রীলঙ্কাঃ সংযুক্ত আরব আমিরাতের সাথে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল নেদারল্যান্ডস
শ্রীলঙ্কা= ১০৮/১০ নামিবিয়া=১৬৩/৭
সংযুক্ত আরব আমিরাতে= ১১১/৮ নেদারল্যান্ডস= ১১২/৭
এমনটা হয়তো ভাবেনি বিশ্বজোড়া কোন ক্রিকেটভক্তই। এমনকি ভাবেনি হয়তো খোদ নামিবিয়ার সমর্থকরাও। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে দিলো আইসিসির সহযোগী সদস্য নামিবিয়া।
দিনের শুরুটা অবশ্য অন্যরকমই ছিল। মনে হচ্ছিল, এশিয়া কাপের চ্যাম্পিয়নরা ঠিকঠাক শুরুই পেতে যাচ্ছে। টস জিতে ফিল্ডিং নিয়ে নামিবিয়াকে বেশ চাপে ফেলে দিয়েছিল লঙ্কানরা। ৩৫ রানের মধ্যে তারা ফেলে দিয়েছিল নামিবিয়ার ৩ উইকেট।
একটা পর্যায়ে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে নামবিয়া। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে লড়াই করার মতো ১৬৩ রানের পুঁজি গড়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষিক্ত দলটি।
১৬৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই চাপে পড়ে যায়। ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। এই চাপ থেকে আর নিজেদের বের করে আনতে পারেনি শ্রীলঙ্কা। ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত ১৯ ওভারে অলআউট হয়েছে তারা ১০৮ রান করে। জয় মাল্য নামবিয়ার ঘরে ।
অন্যদিকে দিনের দ্বিতীয় আসরে সংযুক্ত আরব আমিরাতের সাথে জয় পায় নেদারল্যান্ড
শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে জয়ে জয় পেয়েছে নেদারল্যান্ডস। আগে ব্যাট করতে নামা সংযুক্ত আরব আমিরাতকে প্রথমে তারা ১১১ রানের মধ্যে আটকে রাখে। এরপর ৭ উইকেট হারিয়ে শেষ ওভারে জয় তুলে নেয়।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আরব আমিরাত। কার্দিনিয়া পার্কে ওপেনার মোহাম্মদ ওয়াসিম সর্বোচ্চ ৪১ রান করেন। তিনি খেলেন ৪৭ বল। তার ইনিংসে একটি বাউন্ডারি এবং দুটি ছক্কার মার রয়েছে।
ওপেনার চিরাগ সুরি ২০ বল খেলে ১২ রান, কাশিপ দাউদ ১৪ বলে করেন ১৫ রান এবং ভৃত্য অরভিন্দ ২১ বলে করেন ১৮ রান।
নেদারল্যান্ডসের বোলার বাস ডি লিডি নেন তিন উইকেট। ফ্রেড ক্লাসেন পান দুই উইকেট। একটি করে উইকেট পান টিম প্রিঙ্গল ও রোয়েলফ ফন ডার মারউই।