পুতিনের সঙ্গে বৈঠকের পর গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন এরদোগান
তুরস্ক রাশিয়ায় শস্য ও সার পরিবহনে প্রতিশ্রুতিবদ্ধ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ ঘোষণা দেন।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সম্মেলনের ফাঁকে দুই নেতার সাক্ষাৎ হয়। তাদের মধ্যে একান্ত আলাপ হয়। আনাদোলু থেকে খবর।
পরে এরদোগান বলেন, তুরস্ক রাশিয়ার সঙ্গে শস্য চুক্তি জোরদার করবে এবং দেশের শস্য পরিবহন করবে। রুশ সার ও শস্য তুরস্ক হয়ে উন্নত বিশ্বে প্রবেশ করবে।
এরদোগান বলেন, আমরা অনুন্নত দেশগুলোর দিকে নজর দিতে চাই। দরিদ্র দেশের মানুষের উন্নয়নে কাজ করব।
ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর দিয়ে শস্য পরিবহনের বিষয়ে একটি চুক্তি তুরস্ক, জাতিসংঘ, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ছিল। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে তা বন্ধ হয়ে যায়।
এ প্রসঙ্গে এরদোয়ান বলেন, তুরস্ক ও রাশিয়া যে পদক্ষেপ নিয়েছে তাতে কিছু দেশ বিপর্যস্ত হবে। তবে এই পদক্ষেপের ফলে অনুন্নত দেশগুলি উপকৃত হবে।