November 22, 2024
বিয়ে-সন্তান নিয়ে অনাগ্রহ, চিন্তায় চীন সরকার

বিয়ে-সন্তান নিয়ে অনাগ্রহ, চিন্তায় চীন সরকার

বিয়ে-সন্তান নিয়ে অনাগ্রহ, চিন্তায় চীন সরকার

 

বিয়ে ও সন্তান জন্মদানে অনাগ্রহ বাড়ছে চীনের তরুণ-তরুণীদের মধ্যে।এ বিষয়ে হংকংভিত্তিক গণমাধ্যম গুলো বেশ কয়েকজন নারীর সঙ্গে কথা বলেছে। তাদের একজন বেইজিংয়ের তরুণী ঝাং হানজিং। তিনি সরাসরি বলেছিলেন যে তার বিয়ে এবং সন্তান নেওয়ার কোন আগ্রহ নেই। নিজের বান্ধবীদের দেখেই তিনি তার আগ্রহ হারিয়ে ফেলেছেন। ঝাং হ্যানজিং-এর মতো কয়েক হাজার তরুণীর অনীহা নিয়ে চিন্তিত চীন সরকার।

এক সময় চীন সরকার এক সন্তান নীতি ব্যবহার করত। এ কারণে চীনে তরুণ প্রজন্মের বদলে প্রবীণদের সংখ্যা বেড়েছে। এ নিয়ে তারা চিন্তিত।

কারণ একটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো যুবসমাজ।

২০১৫ সালের পর চীন এক সন্তান নীতি এড়িয়ে যায়। এখন সরকার তিন সন্তান নিতে উৎসাহিত করে। কিন্তু পরিস্থিতির একটুও পরিবর্তন হয়নি।

জনসংখ্যাবিদ ওয়েই ফুক্সিয়ান প্রথম চীনের জনসংখ্যা হ্রাসের সমস্যাটি তুলে ধরেন। তার মতে, জনসংখ্যা হ্রাসের বিষয়টিকে জাতীয় নিরাপত্তার পর্যায়ে নিয়ে যেতে হবে। ১৫ বছর আগে যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসনের এই বিজ্ঞানী চীনের জনসংখ্যা নিয়ে সতর্ক করেছিলেন।

এই মাসের শুরুতে, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন প্রথমবারের মতো বলেছিল যে ২০২৫ সালে চীনের জনসংখ্যা বর্তমান সংখ্যা থেকে হ্রাস পাবে।

যুবক-যুবতীদের বিয়ে ও সন্তান ধারণে উৎসাহিত করতে সরকার ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে। তাদের তরফে বলা হয়েছে, যে মহিলারা সন্তান প্রসব করবেন তাদের কাজ সহজ করা হবে।

কেন চীনে সাধারণ মানুষের মধ্যে বিয়ের প্রতি ঘৃণা বাড়ছে তা জানতে দেশটির সরকার ইতিমধ্যেই একটি জরিপ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published.

X