হুমকি সত্ত্বেও রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে মনে করে না যুক্তরাষ্ট্র।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এমনটাই বলেছেন।
রাশিয়া ও দেশটির জনগণকে রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে সম্প্রতি হুমকি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সতর্ক করে বলেন, তাঁর কথা ফেলনা নয়।
চেচেন নেতা রমজান কাদিরভ। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত
গতকাল শনিবার দখলকৃত দোনেৎস্কের গুরুত্বপূর্ণ লিমান শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে ব্যর্থতার জন্য রুশ সামরিক কমান্ডারদের সমালোচনা করেছেন চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ।
তিনি ইউক্রেনে তুলনামূলক কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি রাশিয়ার বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন।
ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রুশ প্রেসিডেন্টের হুমকি নাকচ করেছেন অস্টিন। তিনি বলেছেন, একটি বৈশ্বিক পরাশক্তিধর দেশের এমন কথা বলা মোটেই ঠিক নয়।
অস্টিন বলেন, পুতিন ইউক্রেন আক্রমণের একটি দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পুতিন ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো সিদ্ধান্ত নিয়েছেন, এমনটা তিনি বিশ্বাস করেন না।
ওয়াশিংটন বারবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করে আসছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিণতি বিপর্যয়কর হবে বলেও মস্কোকে হুমকি দিয়েছে ওয়াশিংটন।