কাশ্মীরে সংঘাতে ২৫০’র বেশি ভারতীয় সেনা নিহত, দিল্লি রাখছে গোপন!
নিজস্ব প্রতিবেদক

কাশ্মীরের পেহেলগাম ইস্যু ঘিরে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ভারত বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। অভ্যন্তরীণ সামরিক ও কূটনৈতিক সূত্র জানায়, সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলে (এলওসি) পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে ২৫০-এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন। তবে ভারত সরকার এই তথ্য প্রকাশ্যে আনতে চায়নি এবং বরাবরের মতো ক্ষয়ক্ষতির মাত্রা খাটো করে দেখানোর কৌশল নিয়েছে।
রবিবার (৬ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের পক্ষ থেকে নিহত সেনাদের বিষয়ে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। সরকারিভাবে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শতাধিক সেনাকে—তাও নীরবে, যেন জনচক্ষুর আড়ালে স্মরণ সম্পন্ন হয়।
নিহতদের মধ্যে কারা ছিলেন?
সামরিক সূত্র অনুযায়ী, নিহত সেনাদের তালিকায় রয়েছেন:
৩ জন রাফাল পাইলটসহ মোট ৪ জন পাইলট
ভারতীয় বিমানবাহিনীর (IAF) ৭ জন সদস্য
১০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের ‘জি-টপ’ পোস্টের ৫ জন সেনা
৯৩ ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের ৯ জন
আদমপুর বিমানঘাঁটির এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের ৫ জন অপারেটর
তথ্য গোপন নিয়ে সেনাবাহিনী ও সরকারের দ্বন্দ্ব
প্রথমদিকে রাফাল ফাইটার জেট এবং কৌশলগত ঘাঁটি ধ্বংসের তথ্য লুকানো হলেও, পরবর্তীতে একাধিক উচ্চপদস্থ জেনারেল এবং কূটনীতিক বাধ্য হয়ে ঘটনাগুলো স্বীকার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোদি প্রশাসন বিভিন্ন তথ্য গোপন এবং প্রচারণা কৌশল অবলম্বন করছে।
নিহত সেনাদের পরিবারদের ওপর চাপ
প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের পরিবারগুলোকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা তথ্য প্রকাশ না করতে চাপ প্রয়োগ করা হচ্ছে। সরকারের লক্ষ্য, পুরো ঘটনাকে নিয়ন্ত্রণে রেখে জনসচেতনতা সীমিত রাখা।
সম্মান দিয়ে সত্য আড়াল?
পাঠানকোট ও উদমপুর বিমানঘাঁটির ক্ষয়ক্ষতির সত্যতা আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও, ভারত সরকার তা অস্বীকার করে চলেছে। বিশ্লেষকদের মতে, সরকার যুদ্ধক্ষেত্রের পরাজয় এবং তথ্য সংকট—দুটোকেই একসঙ্গে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে।
এই প্রেক্ষাপটে পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম-মারসুস’-এর সফলতা, ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস এবং তথ্যযুদ্ধ পরিস্থিতি—সব মিলিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও ভারত সরকারের "তথ্য লুকানো নীতি" নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক এর আরো খবর

ভারতীয় এক পরিবারকে বানিয়ে দেওয়া হলো 'বাংলাদেশি'
.jpeg)
গত ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ৩২, শিশুসহ দগ্ধ ১৬৫

সভাপতি আবুল কালাম, সম্পাদক রহিম শেখ / সিলেট বিভাগ সাংবাদিক সমিতির কমিটি গঠন

সাবেক আইস কর্মকর্তাদের ফেরাতে ৫০ হাজার ডলার বোনাস ঘোষণা / গণ ডিপোর্টেশনের গতি বৃদ্ধিতে ‘অপারেশন রিটার্ন টু মিশন’
