মার্কিন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে জন্মগ্রহণকারী শরিফুল এম খান যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে এই পদে মনোনীত করেন।
২০ আগস্ট তাঁর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক।
https://x.com/osmanmsiddique/status/1958316747578098138
বর্তমানে শরিফুল এম খান মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’র স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কৌশল, নীতি, পরিকল্পনা ও বিভিন্ন গবেষণা ও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব সমন্বয় করছেন, যা পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন পাওয়া শরিফুল এম খান স্যাটেলাইট অপারেশন ও মহাকাশ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ২০০১ সালে কুয়েতে এবং ২০০৭ সালে ‘অপারেশন সাইলেন্ট সেন্ট্রি’র ডিপ্লয়মেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
আন্তর্জাতিক এর আরো খবর

নিউইয়র্ক পুলিশের নিয়ন্ত্রন নেবে ফেডারেল সরকার: মোতায়েন করা হবে হাজারো ন্যাশনাল গার্ড - ট্রাম্পের ঘোষণা

ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা বোলটনের বাড়িতে এফবিআই অভিযান

নিজ সন্তানকে হত্যা করে ভারতে পালানো আমেরিকান নারীকে আটক করল এফবিআই

সাড়ে ৫ কোটিরও বেশি বিদেশীর ভিসা খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
