উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সমূহ উদ্যোগ নেওয়া হয়েছে: ড.আসিফ নজরুল

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত আট মাসেই বাংলাদেশে যেমনিভাবে বিনিয়োগের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে, তেমনিভাবে জনশক্তিকে দক্ষ করে তোলে বিদেশে কর্মক্ষেত্রে আকর্ষণ তৈরির যথেষ্ট সুযোগ সৃষ্টি করেছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, বিনামূল্যে প্রশিক্ষণের পর জাপানসহ উন্নত বিশ্বে অভিবাসন খরচ ছাড়াই ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নির্দিষ্ট দক্ষতা কর্মী বিভাগে বাংলাদেশী কর্মীদের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন সংক্রান্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাপানের ওনোদেরা ইউজার রান ইনকর্পোরেটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইটি মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফ্ফর, বাংলাদেশে জাপানি দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স তাকাহাশি নাওকি এবং জাপানের ওনোদেরা ইউজার রান ইনকর্পোরেটেডের বৈদেশিক ব্যবসা বিভাগের ব্যবস্থাপক তাকাতো কাওয়াকামি।
ড. আসিফ নজরুল বলেন, “জাপান বাংলাদেশিদের জন্য অত্যন্ত প্রিয় একটি গন্তব্য। ইতোমধ্যে কারিগরি প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় ৬৯৫ জন টেকনিক্যাল ইনটার্ন জাপান গিয়েছেন। সমঝোতা স্মারক স্বাক্ষরে জাপানে আগামী দিনগুলোতে আরও অধিক সংখ্যক জনবল প্রেরণ করা সম্ভব হবে” ।
তিনি আরো বলেন, “এতে বিভিন্ন ট্রেডে বিশেষ করে কেয়ার গিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, ওয়েল্ডিং, কারপেইন্টিং, অটোমোবাইল ম্যাকানিকসহ নানা ট্রেডে প্রশিক্ষণের সুযোগ পাবে” ।
সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া এই সমঝোতা স্মারককে জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করে বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উন্নত দেশগুলির চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া, বিএমইটি-র মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর এবং জাপানের ওনোদেরা ইউজার রান ইনকর্পোরেটেডের বৈদেশিক ব্যবসা বিভাগের ব্যবস্থাপক তাকাতো কাওয়াকামি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
বাংলাদেশ এর আরো খবর

ফ্যাসিবাদের মুখোশ উন্মোচনে স্বাধীন বাংলাদেশের প্রথম বৈশাখ উদযাপন / আনন্দ শোভাযাত্রায় ‘পানি লাগবে পানি’, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ

গাজার মুসলিমদের প্রতি সংহতিতে জেগে উঠেছে বাংলাদেশ / মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্রে দাবি ও অঙ্গীকার

সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

গবেষণা ও মহাকাশ অনুসন্ধানে নতুন দিগন্ত উন্মোচন / ৫৪ তম দেশ হিসেবে নাসা’ র আন্তর্জাতিক জোটে যুক্ত হলো বাংলাদেশ

সিলেটসহ অন্যান্য স্থানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ
