অভিযুক্ত মেয়র ও পুলিশ কমিশনার
নিউ ইয়র্কের ‘স্যাঙ্কচুয়ারি’ আইনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা
সাখাওয়াত হোসেন পলাশ

নিউ ইয়র্ক সিটির ‘স্যাঙ্কচুয়ারি’ নীতি ও আইনকে চ্যালেঞ্জ করে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ৩৭ পৃষ্ঠার এ মামলা দায়ের করে দেশটির বিচার বিভাগ (জাস্টিস ডিপার্টমেন্ট)। মামলায় বিবাদী করা হয়েছে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস, সিটি কাউন্সিল স্পিকার আদ্রিয়ান অ্যাডামস এবং এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশকে।
মামলার পেছনে রয়েছে ম্যানহাটনের সাম্প্রতিক এক গোলাগুলির ঘটনা, যেখানে সিসিটিভি ফুটেজে দেখা যায়, অবৈধ অভিবাসীরা এক ফেডারেল সীমান্ত কর্মকর্তাকে গুলি করে। এরপরই হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি এবং বর্ডার জার আইসের অভিযান জোরদারের ঘোষণা দেন।
মামলায় অভিযোগ করা হয়, নিউ ইয়র্কের স্যাঙ্কচুয়ারি আইন ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে স্থানীয় পুলিশের সমন্বয় বাধাগ্রস্ত করছে, ফলে অপরাধ দমন কার্যক্রমে বিঘ্ন ঘটছে।
অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, “নিউইয়র্ক সিটি স্যাঙ্কচুয়ারি আইনের আড়ালে হাজার হাজার অপরাধীকে রাস্তায় ছেড়ে দিচ্ছে।”
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে চালু থাকা এ আইনের আওতায় স্থানীয় কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের বিষয়ে ফেডারেল সংস্থাগুলোকে সহায়তা করতে বাধ্য নয়। সাবেক মেয়র বিল দে ব্লাজিওর সময় এই নীতি আরও জোরদার হয়। যদিও বর্তমান মেয়র এরিক অ্যাডামস নীতিটি বাতিলের চেষ্টা করেছিলেন, তবে সিটি কাউন্সিলের বাধায় তা সম্ভব হয়নি।
এর আগে জুনে লস অ্যাঞ্জেলেসের স্যাঙ্কচুয়ারি আইনের বিরুদ্ধেও একই ধরনের মামলা করেছিল ট্রাম্প প্রশাসন।
আমেরিকা এর আরো খবর

ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মামদানি

ট্রাম্প প্রশাসনের পদ নিয়ে আলোচনায় এরিক অ্যাডামস

নিউইয়র্ক সিটি মেয়র পদে তহবিল সংগ্রহে এগিয়ে জোহরান মামদানি

হারিকেন ইরিনের পর খুলছে নিউইয়র্ক ও নর্থ ক্যারোলিনার সৈকত

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: পর্যটকবাহী বাস উল্টে ৫ জন নিহত
