এক যুগ পর সিরিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সিরিয়া যাচ্ছেন। আগামী সপ্তাহে তিনি দামেস্ক সফর করবেন। সিরিয়া সরকারের ঘনিষ্ঠ একটি আঞ্চলিক সূত্র শুক্রবার জানিয়েছে।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে যাচ্ছেন। ইরান ও রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সহায়তায় আসাদ সংঘাতের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হন। আসাদ বর্তমানে সিরিয়ার বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে।
একটি ঊর্ধ্বতন আঞ্চলিক সূত্র জানিয়েছে যে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের উষ্ণতা এবং সিরিয়ার সাথে অন্যান্য আরব রাষ্ট্রের সম্পর্ক ছিন্ন করার কারণে এই সফর সম্ভব হয়েছে।
সিরিয়ার সরকারের ঘনিষ্ঠ দৈনিক আল-ওয়াতান জানিয়েছে যে রাইসি দুই দিনের সফরে দামেস্কে আসছেন। এই সফর ঘিরে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে চুক্তি হতে পারে।
তেহরান এর আগেও আসাদের পাশে ছিল। দামেস্ককে ঋণ দেওয়ার পাশাপাশি সিরিয়ার খনি থেকেও ইরান ফসফেট আমদানি করে।
তেহরান সিরিয়া ও তুরস্কে ফেব্রুয়ারির বিধ্বংসী ভূমিকম্পের পর ত্রাণ প্রচেষ্টার অংশ হিসেবে স্থানান্তরের আড়ালে সিরিয়ায় অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠায় বলে অনেকে মনে করছেন।