স্টেট অব দ্যা সিটি বক্তব্যে সবুজ নিউইয়র্ক গড়ার প্রত্যয় ঘোষনা করলেন মেয়র- ২০২৫ সালের মধ্যে ৫ মিলিয়ন জব সৃষ্ঠির লক্ষ্যমাত্রা
চলতি বছরের তৃতীয় স্টেট অব দ্যা সিটি বক্তব্যে নিউইয়র্ক মেয়র এরিক এডামস শ্রমজীবী মানুষের জন্য কাজের বহুমুখী সুযোগ সম্প্রসারণের ঘোষনা দিয়েছেন। বুধবার ব্রংকসের হস্টস কমিউনিটি কলেজে আয়োজিত এ বক্তব্যে মেয়র বলেন, শ্রমজীবী মানুষের কাজের ক্ষেত্র বাড়ানোর জন্য সবুজ অর্থনীতির কথা ভাবছে সিটি প্রশাসন। এ লক্ষ্যে ব্রুকলিনের আর্মি টার্মিনালে ১০০ মিলিয়ন ডলার ব্যায়ে গড়ে তোলা হবে ক্লাইমেট ইনোভেশন হাব, যেখানে ২০৪০ সালের মধ্যে নতুন করে ৪ লাখ মানুষের কর্মসংস্থান হবে। তবে, তার আগেই ২০২৫ সালের মধ্যে নিউইয়র্ক সিটিতে কর্মসংস্থান ৫ লাখের কোটায় উন্নীত হবে বলে জানান মেয়র। সেলক্ষ্যে নতুন নতুন শিল্প-কারখানা স্থাপনে সরকারী বেসরকারী উদ্যোগকে উৎসাহিত করা হবে বলে জানান তিনি। মেয়র বলেন, কম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে ২০২৪ সালের মধ্যে ২৪টি আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পের মাধ্যমে ১২ হাজার নতুন ফ্ল্যাট নির্মান করা হবে, যেখানে অপেক্ষাকৃত কম ভাড়ায় থাকার সুযোগ পাবেন স্বল্প আয়ের বাসিন্দারা। এছাড়া, চলতি বছরের নিউইয়র্ককে আমেরিকার সবচেয়ে বড় নিরাপদ শহরের মর্যাদা অক্ষুন্ন রাখতে অঙ্গিকার পুণর্ব্যক্ত করেন মেয়র। এক্ষেত্রে গত বছরে ১২ শতাংশ খুন এবং ২৫ শতাংশ বন্দুক সহিংসতা কমেছে বলে দাবী করেন মেয়র। এছাড়া, ২০২৩ সালে ১৪ হাজার অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। আগামী বছরগুলোতে নাগরিকদের বন্দুক সহিংসতা থেকে নিরাপদ রাখতে ৫শ মিলিয়ন ডলারের প্রকল্প শুরু হয়েছে বলে জানান মেয়র এরিক এডামস।
আরো পড়ুন :
নিউইয়র্কে অভিবাসীদের জন্য জায়গা খালি নেই: মেয়র এরিক অ্যাডামস