November 22, 2024
ম্যানহাটনে সাবওয়েতে কাজ করার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে মারা গেলেন এমটিএ কর্মী

ম্যানহাটনে সাবওয়েতে কাজ করার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে মারা গেলেন এমটিএ কর্মী

ম্যানহাটনে-সাবওয়েতে-কাজ-করার-সময়-চলন্ত-ট্রেনে-কাটা-পড়ে-মারা-গেলেন-এমটিএ-কর্মী

ম্যানহাটনে সাবওয়েতে কাজ করার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে মারা গেলেন এমটিএ কর্মী

ম্যানহাটনের মিডটাইনে মধ্যরাতে সাবওয়েতে কাজ করার সময় চলন্ত ট্রেনে নীচে কাটা পড়ে মারা গেছেন এক এমটিএ কর্মী। বুধবার মধ্যরাতে ৩৪ স্ট্রিট হ্যারাল্ড স্কয়ার স্টেশনে এ দূর্ঘটনা ঘটে। নিহত কর্মীর নাম হিলারিয়ন জোসেফ, তার বয়স ৫৬ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় স্টেশনের ট্র্যাক থেকে আবর্জনা তুলে আনছিলেন জোসেফ। এসময় নর্থ বাউন্ড একটি লোকাল ডি ট্রেন ট্র্যাকে চলে আসে। চলন্ত টেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান জোসেফ। এদিকে, এ ঘটনার পর নিউইয়র্ক সিটির ট্রেনের সিগনালিং সিস্টেম এর দূর্বলতা নিয়ে মেট্টোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটিতে তোলপাড় চলছে। এনওয়াইসি ট্রানইজিট প্রেসিডেন্ট রিচ ডেভি জানিয়েছেন কোন কোন ব্যক্তি কিংবা বিভাগের কর্তব্যে অবহেলার কারনে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে। এবং এর দৃষ্ঠান্তমূলক বিচার হতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

X