January 18, 2025
নিউয়র্কে অনুমতি না থাকায় নিউজার্সি এবং ফিলাডেলফিয়ায় গিয়ে কুরবানি দেন মুসলিমরা

নিউয়র্কে অনুমতি না থাকায় নিউজার্সি এবং ফিলাডেলফিয়ায় গিয়ে কুরবানি দেন মুসলিমরা

নিউয়র্কে অনুমতি না থাকায় নিউজার্সি এবং ফিলাডেলফিয়ায় গিয়ে কুরবানি দেন মুসলিমরা

নিউয়র্কে অনুমতি না থাকায় নিউজার্সি এবং ফিলাডেলফিয়ায় গিয়ে কুরবানি দেন মুসলিমরা

নিউয়র্ক স্টেট ল অনুযায়ী প্রকাশ্যে পশু জবাই এর অনুমতি না থাকায় প্রতিবছর ঈদুল আযহায় কুরবানি দিতে পারেন না মুসলিম কমিউনিটির লোকজন। বাধ্য হয়ে তাদেরকে নিউজার্সি, ফিলাডেলফিয়া সহ পার্শ্ববর্তী স্টেটগুলোতে গিয়ে পশু কুরবানি করতে হয়। এতে অনেক ভোড়ান্তি পোহাতে হয় কুরবানিদাতাদের। এদিকে, নিউজার্সি ও ফিলাডেলফিয়ায় প্রতিবছর গবাধিপশুর খামারগুলো কুরবানির অর্ডার সরবরাহ দিতে রীতিমত হিমসিম খায়। ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে ইকবাল মাহমুদের প্রতিবেদন।

Leave a Reply

Your email address will not be published.

X