September 20, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
আমদানী-রপ্তানী বৃদ্ধি ও তরুনদের জন্য ব্যাবসার নেটওয়ার্ক বৃদ্ধিতে কাজ করছে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

আমদানী-রপ্তানী বৃদ্ধি ও তরুনদের জন্য ব্যাবসার নেটওয়ার্ক বৃদ্ধিতে কাজ করছে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

আমদানী-রপ্তানী বৃদ্ধি ও তরুনদের জন্য ব্যাবসার নেটওয়ার্ক বৃদ্ধিতে কাজ করছে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

আমদানী-রপ্তানী বৃদ্ধি ও তরুনদের জন্য ব্যাবসার নেটওয়ার্ক বৃদ্ধিতে কাজ করছে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এছাড়া ম্যানুফেকচারার ও টেক ইনোভেটরদের মধ্যে প্রত্যক্ষ সাক্ষাৎ বিটুবি এবং ব্যবসায়িক আইডিয়া শেয়ার করতেও কাজ করছে সংগঠনটি। ইউএস বিসি সিআই বিজনেস এক্সপো ২০২২ পরবর্তী সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন আয়োজকরা। উল্লেখ্য সম্প্রতি ইউএস বিসি সিআই এর উদ্যোগে শেষ হয়েছে তিন দিন ব্যাপী এক্সপো। এক্সপোতে নিউইয়র্ক স্টেট সিনেটর জেসিকা রামোস, অ্যাস্মেবলি ওম্যান জেনিফার রাজকুমারসহ অন্যরাউ বক্তব্য রেখেছিলেন বলে জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে ইউএস বিসি সিআই প্রেসিডেন্ট লিটন আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন শেখ ফরহাদ, কাজী হেলাল আহমেদ, রুম্মন বার্টিসসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published.

X