এবার ক্যালিফোর্নিয়ার স্কুলের বাইরে বন্দুক হামলা চালিয়েছে এক অস্ত্রধারী। এতে আহত হয়েছেন অন্তত ছয় জন। গত মে মাসে টেক্সাসের একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলার রেশ কাটতে না কাটতেই এ হামলার ঘটনা ঘটলো। পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনীর তাৎক্ষনিক পদক্ষেপে এড়ানো গেছে বড় ধরনের প্রাণহানি। হামলাকারীদের ধরতে চলছে তল্লাশি অভিযান। অকল্যান্ড শহরের একটি হাইস্কুলের সামনে এই ঘটনা ঘটে। খবরে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আশপাশের এলাকা ঘিরে চলে পুলিশের অভিযান। তবে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারী পালিয়ে যায় বলে জানায় পুলিশ। আবারও হামলার আশঙ্কায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। হামলাকারীকে ধরতে চলে তল্লাশি অভিযান এবং তাকে না পাওয়া পর্যন্ত শহরের বাসিন্দাদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্কুলের আশপাশের এলাকা এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছে পুলিশ।
ক্যালিফোর্নিয়ার স্কুলের বাইরে বন্দুক হামলা
- by admin
- October 1, 2022
- 0 Comments
- 272 Views
Related Post
টাইম ম্যাগাজিন ও টাইম টেলিভিশনের মধ্যে আইনি লড়াই;
October 23, 2022
আমদানী-রপ্তানী বৃদ্ধি ও তরুনদের জন্য ব্যাবসার নেটওয়ার্ক বৃদ্ধিতে
October 22, 2022
মহামারির ভয় শেষে আবারও কাজে ফিরছেন আমেরিকার নারীরা
October 1, 2022
যুক্তরাষ্ট্র কখনোই ইউক্রেনের অঞ্চল রাশিয়ায় যুক্ত করার প্রচেষ্টা
October 1, 2022
রাশিয়ার সহায়তাকারী দেশের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র
October 1, 2022