প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র কখনোই ইউক্রেনের অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার চেষ্টাকে স্বীকৃতি দেবে না। ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণাকে সামনে রেখে বাইডেন এসব কথা বলেছেন। এমন সময়ে এ চার অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, যখন এসব এলাকা উদ্ধারে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেন। ক্রেমলিন বলেছে, সম্প্রতি হওয়া গণভোটে লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসনের বাসিন্দারা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছেন। তবে ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা এ গণভোটকে ধোঁকাবাজি হিসেবে উল্লেখ করে এর ফল প্রত্যাখ্যান করেছে। গতকাল বৃহস্পতিবার বাইডেন বলেন, তিনি খুব স্পষ্ট করে বলছেন, যুক্তরাষ্ট্র কখনোই ইউক্রেনের সার্বভৌম অঞ্চলের ওপর রাশিয়ার দাবিকে স্বীকৃতি দেবে না। গতকাল জাপোরিঝঝিয়া ও খেরসনকে স্বাধীন-ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়ে দুটি আদেশে স্বাক্ষর করেছেন পুতিন। এর মধ্য দিয়ে এ অঞ্চলগুলোকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার দুয়ার খুলে যায়। পুতিনের সঙ্গে ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও রুশ প্রেসিডেন্টের এমন পরিকল্পনার বিরোধিতা করেছেন।
যুক্তরাষ্ট্র কখনোই ইউক্রেনের অঞ্চল রাশিয়ায় যুক্ত করার প্রচেষ্টা স্বীকৃতি দেবে না
- by admin
- October 1, 2022
- 0 Comments
- 310 Views
Related Post
টাইম ম্যাগাজিন ও টাইম টেলিভিশনের মধ্যে আইনি লড়াই;
October 23, 2022
আমদানী-রপ্তানী বৃদ্ধি ও তরুনদের জন্য ব্যাবসার নেটওয়ার্ক বৃদ্ধিতে
October 22, 2022
ক্যালিফোর্নিয়ার স্কুলের বাইরে বন্দুক হামলা
October 1, 2022
মহামারির ভয় শেষে আবারও কাজে ফিরছেন আমেরিকার নারীরা
October 1, 2022
রাশিয়ার সহায়তাকারী দেশের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র
October 1, 2022