January 22, 2025
রাশিয়ার সহায়তাকারী দেশের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র

রাশিয়ার সহায়তাকারী দেশের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র

রাশিয়ার সহায়তাকারী দেশের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র

রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের ভূখন্ডের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মস্কোর ওপর নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে এই চার অঞ্চল রাশিয়ার অংশ করার বিষয়ে যেসব দেশ, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান মস্কোকে সমর্থন দেবে, তাদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তাঁর এ ঘোষণার পরপরই রাশিয়ার ওপর এসব নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। এছাড়া, একাধিক ব্যাক্তি, একাধিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেয়া হয়। রাশিয়া ও বেলারুশের ৯১০ নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। প্রথা অনুযায়ী পররাষ্ট্র দপ্তর নিষেধাজ্ঞা পাওয়া এসব ব্যক্তির নাম প্রকাশ করেনি।

Leave a Reply

Your email address will not be published.

X