November 21, 2024
দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করতে হবে

দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করতে হবে

দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করতে হবে

দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করতে হবে

শেখ হাসিনাকে গ্রেফতার করে বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। শুক্রবার (৯ আগস্ট) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী এই ছাত্র-সমন্বয়ক বলেন, ‘হাসিনার নির্দেশে ছাত্রদের আন্দোলনে পরিকল্পিতভাবে বহু নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার শাস্তি হতে হবেই।’

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গত জুলাই মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন, , ‘মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো কি রাজাকারের সন্তানরা পাবে?’ তার এই বক্তব্যটি অবমাননাকর মনে করে ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র-জনতা। তারা বিক্ষোভ করে স্লোগান দেয়, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুই রাজাকার আমি রাজাকার, কে বলেছে কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার।’ এরপর আওয়ামী লীগ সরকার আন্দোলনকারীদের দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্রলীগ-যুব লীগকে নিয়ে আসে। গোটা আন্দোলন সংঘর্ষে পরিণত হয়, গুলি ও সংঘর্ষে অন্তত ৩০০ জন নিহত হয়। ছাত্র বিদ্রোহের মুখে পদত্যাগে বাধ্য হয়ে ভয়ে দেশত্যাগ করে পালিয়ে যায় শেখ হাসিনা।

শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে, যারা সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে। অন্যদিকে একেক দিন  উলট-পালট একেক কথা বলা হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় বলেছেন, দেশে গণতান্ত্রিক নির্বাচন হলে শেখ হাসিনা দেশে ফিরবেন। আবারো ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ।

এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ছাত্রনেতা নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালিয়েছেন তা নিয়ে আমি কৌতূহলী। এদেশের জনগণের সঙ্গে নয়, শুধু হাসিনা সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক ছিল। তাদের পররাষ্ট্রনীতি দেখতে হবে। এ ছাড়া শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তার প্রত্যক্ষ নির্দেশনায় যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমরা তার বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গণঅভ্যুত্থানে রূপ নেয়, তখন আমাদের দাবির মধ্যে এটিও অন্তর্ভুক্ত ছিল। শেখ হাসিনা না ফিরলে আমরা তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেব।

 

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে চাই। বিদ্যমান আইনে এটা সম্ভব কিনা বা বিশেষ ট্রাইব্যুনালের প্রয়োজন, প্রক্রিয়া কী হবে তা নিয়ে আলোচনা করছি।’

বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্যদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন নাহিদ ইসলাম। তাকে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আগামীতে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করা। আগের নির্বাচনে বিরোধী দলের কোনো কার্যকর অংশগ্রহণ ছিল না। এছাড়া বিগত সরকারের দুর্নীতির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করব।’

ভবিষ্যতে এদেশের প্রধানমন্ত্রী হতে চাইলে নাহিদ বলেন, আগামীতে কী করব তা নির্ভর করবে দেশের মানুষের ইচ্ছার ওপর।

আরো জানতে

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X