January 18, 2025
দুই যমজ বোনকে হাতুড়ি দিয়ে পেটাল ছাত্রলীগ নেতা

দুই যমজ বোনকে হাতুড়ি দিয়ে পেটাল ছাত্রলীগ নেতা

দুই যমজ বোনকে হাতুড়ি দিয়ে পেটাল ছাত্রলীগ নেতা

দুই যমজ বোনকে হাতুড়ি দিয়ে পেটাল ছাত্রলীগ নেতা

অর্ধশত বছরের উপরে হীন কর্মে লিপ্ত এই সংগঠনটির ব্যাপারে এতসব লেখায় রুচির প্রতিবন্ধকতা থাকলেও ছাত্রলীগের সোনার ছেলেদের অসংখ্য জঘন্য কর্মকাণ্ডের মধ্য থেকে যৎসামান্য মানুষকে জানানোর দায়িত্ববোধ থেকে অনেক সময় এসব নিয়ে লিখতে হয়েছে। তাই আজকেরটিও সেরকম একটি।

হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাস, নির্যাতন, সহিংসতা, জোরপূর্বক পতিতাবৃত্তি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, মাদক কারবার, মাদক সেবন, ছাত্র নির্যাতন-হয়রানি, হলে টর্চার সেলসহ এমন কোনো অপকর্ম নেই যেখানে ছাত্রলীগ জড়িত নয়। এখন এমন অবস্থা যে সাধারণ মানুষের কাছে ছাত্রলীগ মানেই ‘সন্ত্রাস’। কার্যত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ। সেখানে ছাত্রলীগের আলোচনা শিরোনামে পরিণত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে পড়াশোনা করছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে ছাত্রলীগের অপকর্ম। ছাত্রলীগের কথা শুনলেই মানুষ চমকে যায়। যারা ছাত্রলীগ এর অপরাজনীতি করে তারা শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে  হাজার  অপরাধ- অপকর্ম  করেও নিরাপদ থাকার অপসংস্কৃতি তৈরি করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসন ছাত্রলীগের পক্ষ নিয়ে  নীরব থাকতেই হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস নেই কর্তৃপক্ষের।  তাই নতুন প্রজন্মের কাছে ছাত্রলীগ একটি অপরাধী সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে।

ঠিক এমনিভাবে ছাত্রলীগ দ্বারা পাবনাতে যে অপকর্মটি ঘটেছে সেটাই উল্লেখ করছে আজকে এর লেখায়। পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই যমজ বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। শুক্রবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উথুলী খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই বোনের নাম মীম (২০) ও লাম (২০)। তারা পৌর সদরের আরাজী উথুলী খামারপাড়া মহল্লার রেজাউল করিম রিজুর মেয়ে।

আর অভিযুক্ত ছাত্রলীগ নেতা আলিফ ইয়ামান পায়েল (২২) একই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি।

এ ঘটনায় আহত দুই বোনের বাবা রেজাউল করিম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, ঘটনার সময় ছাত্রলীগ নেতা  পায়েল বাড়ির পাশের কদম গাছের ডাল কাটছিলেন। এ সময় রেজাউল করিমের মেয়ে লাম তার কাছে গিয়ে গাছ কাটার সময় তাদের কলাগাছের ক্ষতি না করতে বলেন।

তর্কাতর্কির একপর্যায়ে ছাত্রলীগ নেতা  পায়েল লামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার যমজ বোন মিম এগিয়ে আসলে তাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পায়েল ও তার বাবা-মা যমজ বোনকে বেধড়ক মারধর করে।

চিৎকার শুনে দুই বোনের পরিবারের লোকজন গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আহত দুই বোনের বাবা রেজাউল করিম রিজু বাদী হয়ে চাটমোহর থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েল বলেন, আমার মায়ের সঙ্গে দুই বোন মারামারি করছে। বাধা দিতে সেখানে গিয়েছিলাম। আমি তাদের পিটায়নাই। আমাকে ফাঁসানোর জন্য আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ আনা হয়েছে।

চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু বলেন, বিষয়টি শুনেছি। এটা খুবই নিন্দনীয় কাজ হয়েছে। যদিও তিনি মহা পরিশুদ্ধ, তুলসী পাতায় ধোয়া ছাত্রলীগের ব্যাপারে বলেন,  ছাত্রলীগে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান নেই। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তি দাবি করছি। যেহেতু ছাত্রলীগের কমিটি জেলা ছাত্রলীগের নিয়ন্ত্রণে। সেজন্য জেলা ছাত্রলীগ বিষয়টি দেখবে।

এ বিষয়ে চাটনোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ধরনের ঘটনা ঘটলে এবং তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়তে

জাবিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণ-ধর্ষণ করল ছাত্রলীগ নেতা

Leave a Reply

Your email address will not be published.

X