November 25, 2024
মানবাধিকার দিবসে বিএনপির মানববন্ধনে কানায় কানায় পূর্ণ প্রেসক্লাব অঞ্চল

মানবাধিকার দিবসে বিএনপির মানববন্ধনে কানায় কানায় পূর্ণ প্রেসক্লাব অঞ্চল

মানবাধিকার দিবসে বিএনপির মানববন্ধনে কানায় কানায় পূর্ণ প্রেসক্লাব অঞ্চল

মানবাধিকার দিবসে বিএনপির মানববন্ধনে কানায় কানায় পূর্ণ প্রেসক্লাব অঞ্চল

জাতীয় প্রেসক্লাবের সামনে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির মানববন্ধন। মানববন্ধনে সভাপতিত্ব করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এরই মধ্যে দলটির নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। আজ (১০/১২/’২৩) রোববার সকাল ১০টায় এ মানববন্ধন শুরু হয়।

এর আগেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। অনুষ্ঠানকে ঘিরে জলকামান ও এপিসিও প্রস্তুত রেখে প্রেসক্লাব ও এর আশপাশ এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। । এছাড়া সাদা পোশাকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিল।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে বিএনপি। আজ রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়।

লোকে লোকারণ্য প্রেসক্লাবের সামনের সড়কে কর্মসূচি শুরুর আগে সরকারি  নির্যাতনে ৪৩ দিন ধরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা। সকাল ৯টা থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক, মৎস্যজীবী দলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে। এসময় নেতাকর্মীরা ‘স্বাধীনতা চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘জেল দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘অবৈধ নির্বাচন মানি না মানবনা’-সহ বিভিন্ন স্লোগানে প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে।

এদিকে বিএনপির মানববন্ধন কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে ছিল ।

উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি। ২৮ অক্টোবর নয়াপল্টনে সংঘর্ষের পর এটাই বিএনপির রাজপথের প্রথম সমাবেশ। এদিকে একই কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামীসহ সমমনা জোট ও শরিক দলগুলোও। রাজধানীর যাত্রাবাড়ীতে সকালে জামায়াতের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

এ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ের সামনে গণতন্ত্র মঞ্চ ও কাওরান বাজার বিটিএমসি ভবনের সামনে, বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২ দলীয় জোট, পুরানা পল্টন আলরাজি কমপ্লেক্স এলাকায় জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপির সামনে জাতীয় ঐক্যফ্রন্ট। কদমফুল ফোয়ারার বিপরীতে প্রেসক্লাব, গণফোরাম ও পিপলস পার্টি হাইকোর্টে মানববন্ধন কর্মসূচি পালন করছে। .

এছাড়া পানির ট্যাংকের সামনে জন অধিকার পরিষদ বিজয় নগর, জাতীয় প্রেসক্লাবের বিপরীতে গণতান্ত্রিক বাম ঐক্য, পুরানা পল্টন পার্টি অফিসের সামনে জন অধিকার পরিষদ (ডা. রেজা কিবরিয়া ও ফারুক হাসান), তোপখানার মেহরাব প্লাজার সামনে লেবার পার্টি। রোড, বিজয়নগর ৭১ হোটেনের সামনে এবি পার্টি, জাতীয় প্রেসক্লাবের সামনে একই কর্মসূচি পালন করছে পেশাজীবী গণতান্ত্রিক জোট।

আজ ১০ ডিসেম্বর (রোববার) সকাল থেকে জাতীয় প্রেসক্লাব, কদম ফোয়ারা ও মৎস্য ভবনের সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা গেছে, প্রেসক্লাবের সামনের সড়কে জলকামান ও এপিসি রাখা হয়েছে। কদম ফোয়ারার সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সাধারণ পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে সারাদেশে একই কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে বিএনপি। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে সংঘর্ষের পর দেশব্যাপী প্রথম জনসভা করেছে  দলটি।

মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরি, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির গণসমাবেশে সংঘর্ষের পর এবারই প্রথম সারাদেশে মাঠপর্যায়ে কর্মসূচি পালন করছে বিএনপি।আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৪ ডিসেম্বর বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা রুহুল কবির রিজভী।

উল্লেখ্য,

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলছে, ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য দশ হাজার  বিরোধী কর্মী কারাগারে, নিখোঁজ সুমনের বিরুদ্ধে অভিযোগ বা আইনজীবী সানাউল্লাহ মিয়ার মতো মৃত কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ২০১৪ সালে “একতরফা” নির্বাচনের পুনরাবৃত্তি করতে প্রস্তুত সরকার।  বিরোধী দল সরকারের অধীনে নিরপেক্ষ পর্যবেক্ষক নির্বাচন চায়। ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে, ভিন্নমতাবলম্বীদের দিয়ে জেল ভরা, পুলিশ তাদের ধরতে ব্যর্থ হলে তাদের পরিবারের সদস্যদের আক্রমণ বা গ্রেপ্তার,  বিরোধী দলের  স্ত্রীদের আটক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শাহদীন মালিক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালত প্রাঙ্গণের সর্বত্র বিরাজমান , যখনই আদালতে প্রবেশ করতে চায় তখনই তার গাড়ি থামানো হয় ।   আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখতে সম্ভাব্য সব বাধা-বিপত্তি আরোপের চেষ্টা করছে, সরকারের আচরণে জনসমর্থন শূন্যের আশঙ্কা স্পষ্ট।

সেই কঠিন অবস্থার মধ্যে থেকেও বাংলাদেশের সবচেয়ে বেশি জনসমর্থন-পুষ্ট দল বিএনপি; একটি লোকসমাগম পূর্ণ মানববন্ধন করতে পারাটাও অনেক বড় সাফল্যের ব্যাপার বলে মনে করছেন চৌকস রাজনীতি বিশ্লেষকরা।

আরও পড়ুন

সরকারের সাড়াশি অভিযানে সারাদেশে ২ কোটি মানুষ উদ্বাস্তুঃ দাবী বিএনপির

Leave a Reply

Your email address will not be published.

X