আইনমন্ত্রীর সোজা কথা: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না। এই আইন থাকবে। তবে প্রয়োজনে আগামী নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করবে সরকার। এ নিয়ে আলোচনা চলছে।আজ রোববার (৩০ এপ্রিল) সকালে এ কথা বলেন মন্ত্রী।
এর আগে গত শনিবার কসবা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনিসুল হক এ কথা বলেন। আলোচনার মাধ্যমে আগামী নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধনী আনা হবে।
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আইন মেনে চলে। আদালত খালেদা জিয়াকে দণ্ড দিয়েছে। প্রধানমন্ত্রীর মহিমায় খালেদা জিয়া জামিনে মুক্তি পেয়েছেন। আইন অনুযায়ী চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ নেই। এটা হবে আদালত অবমাননা। আমি যতদূর জানি, তার হালকা জ্বর আছে। দুদিন হাসপাতালে থাকবেন। তারপর চলে আসবেন।